সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জে এক পরিবার সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জানুন কীভাবে তাঁরা ইসলাম ধর্মে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করলেন।
দেওয়ানগঞ্জে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক পরিবার |
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পৌর শহরের পূর্ব চুনিয়াপাড়া গুচ্ছ গ্রামে বসবাসকারী এক সনাতন ধর্মাবলম্বী পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পরিবারের প্রধান শ্রী চন্দন (৩৮), স্ত্রী শ্রী শিখা রাণী (৩২) এবং তাঁদের দুই কন্যা সন্তান অনিতা রাণী (১৪) ও পূর্ণিমা প্রেরণা (৭) সনাতন ধর্ম ত্যাগ করে ২৭ অক্টোবর জামালপুর জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেভিট করেন। ২৮ অক্টোবর দেওয়ানগঞ্জ কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ মুজাহিদ কমিটির ওয়াজ মাহফিলে তাঁরা আনুষ্ঠানিকভাবে কালেমা পাঠ করে ইসলাম ধর্মে প্রবেশ করেন।
ধর্মান্তরিত শ্রী চন্দনের নতুন নাম মো. আমজাদ হোসেন। তাঁর স্ত্রী শিখা আক্তার, বড় মেয়ে আছিয়া খাতুন এবং ছোট মেয়ে পূর্ণিমা আক্তার নাম গ্রহণ করেন। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। ধর্মান্তরিত মো. আমজাদ হোসেন বলেন, “আমি ও আমার পরিবার আল্লাহর মনোনিত ধর্ম ইসলাম গ্রহণ করতে পেরে আনন্দিত। ইসলামের বিধান অনুযায়ী জীবন গড়তে সবার সহযোগিতা কামনা করছি।”
মোছা. শিখা আক্তারও নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানান। তিনি বলেন, “ইসলাম ধর্মের প্রতি আমি আগেই দুর্বল ছিলাম। আমি আনন্দিত যে আল্লাহর একত্ববাদের পথে চলার সুযোগ পেয়েছি।”
দেওয়ানগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরহাদ হোসেন এই ধর্মান্তরিত পরিবারকে এলাকার পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, দরিদ্র এই পরিবারকে সরকারিভাবে সহায়তা করা হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।