সেবা ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খানের চুরির অভ্যাস নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। তাঁর ঘনিষ্ঠ বন্ধু ওরি জানিয়েছেন, সারার হাতসাফাইয়ের অভ্যাস রয়েছে। বিশেষ করে খাবারের ক্ষেত্রে তিনি বেশ খোঁজখবর রাখেন!
সারা আলি খানের ‘চুরি’র অভ্যাস! বন্ধু ওরি ফাঁস করলেন নবাব কন্যার অভ্যাস |
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খানের ব্যক্তিজীবন নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। তাঁর ঘনিষ্ঠ বন্ধু ওরি জানিয়েছেন, সারার হাতসাফাইয়ের অভ্যাস রয়েছে। বিশেষ করে খাবারের ক্ষেত্রে তিনি বেশ খোঁজখবর রাখেন!
ওরি জানিয়েছেন, একবার বিদেশে একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন। সেখানে গিয়ে সারা তাঁর শেষ গারলিক নানটিও খেয়ে ফেলেছিলেন। এছাড়াও, বাথরুম থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রও তিনি চুরি করে নিয়েছিলেন।
আগেও কপিল শর্মার শোয়ে সারা নিজে স্বীকার করেছিলেন যে, বিনামূল্যে জিনিস পেতে তাঁর ভালো লাগে। তবে চুরি করার বদলে তিনি শুধু পয়সা খরচ করতে ইচ্ছা করেন না।
সারার এই অভ্যাস সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই একে মজার ঘটনা হিসেবে নিলেও, অনেকেই এতে বিরক্তি প্রকাশ করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।