লিয়াকত হোসাইন লায়ন: জামালপুর ইসলামপুর ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।
বৃহস্পতিবার(২৮ নভেম্বর) দুপুরে ইসলামপুর সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে বটতলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে ইসলামী ছাত্র শিবির ইসলামপুর উপজেলার শাখার সভাপতি আহসান উল্লাহ এতে বক্তব্য রাখেন। এ সময় উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকন কর্তৃক চট্টগ্রামে এ্যাড. মোঃ সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ এবং ইসকনকে নিষিদ্ধ দাবী জানান। এতে উপজেলা ও পৌর শাখার ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী অংশ নেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।