জামালপুর সংবাদদাতা: ১০ নভেম্বর ঢাকায় নূর হোসেন দিবস উদযাপন উপলক্ষে ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সারাদেশের ন্যায় জামালপুরের মেলান্দহে যুবলীগ নেতা জাহিদ জগলুল হায়দার লেলিনকে (৩৫) গ্রেপ্তার করছে পুলিশ।
![]() |
যুবলীগ নেতা জাহিদ জগলুল হায়দার লেলিন |
৯ নভেম্বর দিবাগত মধ্যরাতে মেলান্দহ বাজারের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত লেলিন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি প্রয়াত হাবিবুর রহমান চাঁনের ছেলে।
মামলার আইও এসআই মাহবুবুর রহমান জানান-নাশকতা প্রতিরোধের অংশ হিসেবে সম্প্রতি একটি রাজনৈতিক মামলায় তাকে সন্দেহভাজন আসামী দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।