সেবা ডেস্ক: মিস ইউনিভার্স প্রতিযোগিতার নিয়ম ভেঙে প্রেমিকের সঙ্গে হোটেলে রাত্রিযাপন করায় পানামার প্রতিযোগী ইতালি মোরাকে প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হয়েছে। আয়োজকদের সঙ্গে বিরোধ ও নিয়ম ভাঙার কারণে তিনি এই শাস্তি পেলেন।
প্রেমিকের সঙ্গে হোটেলে রাত্রিযাপন করে বিতর্কে পানামার মিস ইউনিভার্স প্রতিযোগী |
মিস ইউনিভার্সের ৭৩তম আসরের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৬ নভেম্বর। এ প্রতিযোগিতা থেকে বহিষ্কার হয়েছেন পানামার প্রতিযোগী ইতালি মোরা।
কারণ, প্রেমিকের সঙ্গে হোটেলে রাত্রিযাপন করে তিনি প্রতিযোগিতার নিয়ম ভেঙেছেন। ১৯ বছর বয়সী মোরাকে নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল, যা এবার তার বহিষ্কারের কারণ হয়ে দাঁড়িয়েছে।
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে মেক্সিকো সিটিতে উপস্থিত ছিলেন মোরা। তার অভিযোগ, মিস ইউনিভার্স পানামার আয়োজকরা তার জন্য সঠিক পোশাকের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছেন।
এই কারণে, তার প্রেমিক জুয়ান আবাদিয়া ৭ হাজার ডলার ব্যয় করে ক্যারোলিনা হেরেরার ডিজাইন করা পোশাক কিনে দেন।
এছাড়াও, মোরার মেকআপ ও হোটেল খরচও বহন করেন তার প্রেমিক, যা আয়োজকদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়।
মিস ইউনিভার্স প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, প্রতিযোগীদের প্রেমিক বা সঙ্গীর সঙ্গে এক হোটেলে থাকা নিষিদ্ধ। তবে এই নিয়ম লঙ্ঘন করে মোরা তার প্রেমিকের সঙ্গে এক ঘরে অবস্থান করেন।
আয়োজকরা বিষয়টি জানার পর তাকে প্রতিযোগিতা থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেন। পানামার পক্ষ থেকে জানানো হয়, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নতুন করে কোনো প্রতিযোগী পাঠানো সম্ভব নয় এবং মোরার মিস পানামার খেতাবও কেড়ে নেওয়া হয়েছে।
প্রতিযোগিতা থেকে বাদ পড়ার পর মোরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেমিকের প্রতি। তিনি জানান, প্রেমিকের সমর্থন ছাড়া এই পরিস্থিতি সামলানো খুব কঠিন হতো। তিনি এও স্বীকার করেন যে, নিয়ম না জানার কারণে ভুল করে ফেলেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।