হিরো আলমের আপত্তি, ফারুকীর উপদেষ্টা পদ নিয়ে বিতর্ক চলছে

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: মোস্তফা সরয়ার ফারুকীর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা পদ নিয়ে বিতর্ক, হিরো আলমের বক্তব্য, সামাজিক প্রতিক্রিয়া ও নতুন বিতর্ক।

হিরো আলমের আপত্তি, ফারুকীর উপদেষ্টা পদ নিয়ে বিতর্ক চলছে
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী


গত রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ, যারা শপথগ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন। শপথগ্রহণের পরেই তাকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়, এবং ইতোমধ্যে তিনি দায়িত্ব গ্রহণ করে কাজে নেমে পড়েছেন।

ফারুকী উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও বিভিন্ন বিতর্ক। এই নিয়োগ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ফারুকীকে সমর্থন জানালেও, সমালোচকদের পক্ষ থেকেও আসছে নানা প্রতিক্রিয়া।

এদিকে, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ফারুকীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া নিয়ে প্রকাশ্যে এক সংবাদ সম্মেলন করেন। গত মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর রামপুরায় তার নিজস্ব অফিসে এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছাত্র আন্দোলনে ফারুকীর তেমন কোনো অংশগ্রহণ ছিল না এবং তিনি সরাসরি আন্দোলনে থাকেননি।

সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, “ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের কাউকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারতো। জনগণের চাহিদার কথা বিবেচনা না করে কেন ফারুকীকে এই পদে আসীন করা হলো তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।”

তিনি আরও বলেন, “গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে আমার কাছে কল আসছে, মানুষ বলছে তারা আমাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়। ফারুকীর চেয়ে জনগণের স্বার্থে কাজ করতে আমি বেশি প্রস্তুত।”

এই বিবৃতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। বিশেষত তরুণ প্রজন্মের মাঝে ফারুকী ও হিরো আলমের অবস্থান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

ফারুকীকে নিয়ে বিতর্ক অব্যাহত থাকা সত্ত্বেও তার উপদেষ্টা পদে দায়িত্ব গ্রহণের বিষয়ে সরকারপক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। তবে এই নিয়োগ এবং এর প্রতিক্রিয়ায় দেশজুড়ে আলোচনার ঝড় বইছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top