সেবা ডেস্ক: যুক্তরাষ্ট্র পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশের মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকার সমুন্নত রাখতে সমর্থন।
বাংলাদেশে সবার স্বাধীনতা সুরক্ষা নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র- বেদান্ত প্যাটেল |
বাংলাদেশে ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখার বিষয়ে সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল তার বক্তব্যে জানান, গণতন্ত্রের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকার অপরিহার্য।
প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ঢাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজনৈতিক সমাবেশে বাধা প্রদান সংক্রান্ত প্রশ্ন করেন। এছাড়া ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের বার্তা সম্পর্কেও জানতে চান তিনি। এ প্রশ্নের জবাবে প্যাটেল বলেন, “আমরা সকলের মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারে সমর্থন করি। এসব স্বাধীনতা গণতন্ত্রের মূল ভিত্তি এবং আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারসহ সকল অংশীদারদের নিয়মিতভাবে এই বার্তা জানিয়ে আসছি।”
তিনি আরও বলেন, “সত্যিকারের গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিটি বাংলাদেশির জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখা গুরুত্বপূর্ণ।” যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি থেকে এমন উদ্যোগ শুধু বাংলাদেশেই নয়, বরং সারা বিশ্বে গণতান্ত্রিক মূল্যবোধের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই সমর্থন বাংলাদেশে মানবাধিকার এবং গণতন্ত্র সমুন্নত রাখতে ভূমিকা রাখবে। দেশটির রাজনৈতিক পরিবেশ উন্নত করা এবং স্বাধীন মতপ্রকাশের পরিবেশ তৈরি করতে এই বার্তা শক্তিশালী প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।