জামালপুর সংবাদদাতা : সংহতি, প্রতিরোধ, পুনর্গঠন এই শ্লোগানে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনীতি বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা ২৭ ডিসেম্বর বিকেল ৫টায় আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এড: নিশান মাহমুদ এতে সভাপতিত্ব করেন।
ছাত্র গণ-অভ্যুত্থানে শহিদ পরিবার, আহত তরুণ এবং নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি জামালপুর জেলা রাইজিং এর আয়োজন করে।
বক্তব্য রাখেন-কেন্দ্রীয় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওলিক মি, সদস্য ডাঃ জাহিদুল ইসলাম ও আবুল বাশার জেলা প্রেসক্লাবের সভাপতি এড: ইউসুফ আলী, প্রেসক্লাব জামালপুরের সহসভাপতি মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলার আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস আইনজীবি শাহ মোহাম্মদ কবীর,জামালপুর জেলা প্রতিনিধি হেবজুল্লাহ বকুল,
মেলান্দহ উপজেলা প্রতিনিধি মো:নুরনবী ইসলাম, জামালপুর সদর প্রতিনিধি সম্রাট, দেওয়ানগঞ্জ প্রতিনিধি ইন্জিনিয়ার আব্দুল মুইন, ইসলামপুর প্রতিনিধি আতিকুল্লাহ,মাদারগঞ্জ প্রতিনিধি এস,এম বাবুল রানা, সরিষাবাড়ী প্রতিনিধি রাসেল রানা প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন এড: সাখাওয়াত হোসেন জনি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।