বকশীগঞ্জে ইমাম ও কাজীদের সঙ্গে মতবিনিমিয় সভা

Seba Hot News : সেবা হট নিউজ
0

হারুন উর রশিদ: জামালপুরেরর বকশীগঞ্জে বাল্য বিবাহ শূন্যের কোঠায় আনতে ইমাম ও কাজী সমিতির সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা। 

বকশীগঞ্জে ইমাম ও কাজীদের সঙ্গে মতবিনিমিয় সভা


বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নিজ কার্যালয়ে ওই মতবিনিময় সভা করেন ইউএনও মো. মাসুদ রানা। 


মতবিনিময় সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতুন নাহার, উপজেলা কাজী সমিতির সভাপতি চাঁন মিয়া, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, মওলানা এনায়েত উল্লাহ, মওলানা আবদুর রাজ্জাক। 


মতবিনিময় সভায় বাল্য বিবাহ নিরোধ আইন বাস্তবায়ন, বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করা, ইমাম ও কাজীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। 


এসময় সকলেই যেখানেই বাল্যবিবাহ সেখানেই  প্রতিরোধ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।


বকশীগঞ্জ ইউএনও মো. মাসুদ রানা জানান, শিশু বিবাহ রোধে উপজেলা প্রশাসন সব সময় তৎপর রয়েছে। আমরা সকলে মিলে এই।উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধ করব। যদি কোন ব্যক্তি বা গোষ্ঠি বাল্য বিবাহ সম্পন্নের কাজে জড়িত থাকেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top