বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে বাঁধ নির্মাণকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
![]() |
বকশীগঞ্জে দশানী নদীতে বাঁধ নির্মাণে উত্তেজনা থামাতে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত |
মতবিনিময় সভায় দশানী নদীতে অবৈধ দুটি বাঁধ নির্মাণকে কেন্দ্র করে তিনটি পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমিত করার লক্ষ্যে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বকশীগঞ্জ থানা পুলিশের আয়োজনে সোমবার (২৮ এপ্রিল ) বিকালে সাধুরপাড়া ইউনিয়নের কেবি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ।
এসময় বক্তব্য রাখেন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল হক, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, ইউনিয়ন জামায়াতের আমীর আতিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক গাজী সহিজল হক, সাবেক প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া মুন, ইউপি সদস্য মানিক খান, শিক্ষক বেলাল হোসেন, আবদুল করিম, সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ প্রমুখ ।
আরও পড়ুন:
ফসলের ক্ষয়ক্ষতি রোধে ও জলাবদ্ধতা রোধে মানুষ দ্রুত বাঁধ দুটি অপসারণের দাবি জানান তাঁরা।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বাঁধ ইস্যুতে স্থানীয়দের শান্ত থাকতে অনুরোধ করেন।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজের প্রতিনিধিরা ওই সভায় উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।