লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে এসএসসি পরীক্ষা চলাকালীন ১৪৪ ধারা ভঙ্গের দায়ে দুজনকে আটক ও ফটোকপির দোকান সিলগালা করা হয়েছে।
![]() |
ইসলামপুরে পরীক্ষা চলাকালীন আইন ভঙ্গ, দুজন আটক |
ইসলামপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র সংলগ্ন ফটোকপির দোকান খোলা রাখায় দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে আজিজ কম্পিউটার এন্ড ফটোকপির দোকান সিলগালা করা হয়।
আরও পড়ুন:
এছাড়াও ১৪৪ ধারা ভঙ্গের দায়ে মেলান্দহ উপজেলার আমবাড়িয়া গ্রামের বকুল শেখের পুত্র মো: জুয়েল ও ইসলামপুর মধ্য দরিয়াবাদ এলাকার এমদাদুল হকের পুত্র মো:মিজানুর রহমানকে থানায় সোপর্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান।
এ সময় তিনি নকল মুক্ত পরিবেশ ও শান্তি পূর্নভাবে পরিক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সরকারের আইন বিধি মেনে চলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।