জামালপুর সংবাদদাতা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সচিব সাইফুল্লাহ পান্না প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামালপুরের মেলান্দহ থেকে ঢাকা-নারায়নগঞ্জগামী বিআরটিসি এসি বাস সার্ভিসের শুভ উদ্ধোধন করেন।
![]() |
মেলান্দহ-ঢাকা-নারায়নগঞ্জ বিআরটিসি’র এসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন |
এ উপলক্ষে ৩ মে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।
জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সাবেক সচিব এ. কে. এম. এহসানুল হক, আইএমইডি’র সাবেক সচিব মোঃ তাজুল ইসলাম, সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ, বিআরটিসির চেয়ারম্যান ড. অনুপম সাহা, সিভিল সার্জন ডা. আজিজুল হক এবং জামালপুরের পুলিশ সুপার মাসুদ আনোয়ার।
আরও পড়ুন:
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু, উমির উদ্দিন পাইলট স্কুলের প্রধান শিক্ষক মোহন তালুকদার, জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম. এ জলিল, বণিক সমিতির সভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, বাসদ সভাপতি আলমগীর আহমেদ শাহজাহান, বিএনপি’র সম্পাদক মঞ্জুরুল কবির, জামাত নেতা অধ্যাপক মুজিবুর রহমান আজাদী, হারুন অর রশিদ, ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা শাহ জামাল, মেলান্দহ প্রেস ক্লাবের সভাপতি আজম খান প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।