কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: 'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা' প্রতিপাদ্যে মঙ্গলবার সিরাজগঞ্জের কাজিপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
![]() |
কাজিপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত |
যৌথভাবে এর আয়োজন করেন দুর্নীতি দমন কমিশনের পাবনার সমন্বিত জেলা কার্যালয় ও কাজিপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
দুইদিনব্যাপী অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের প্রভাষক ফিরোজ হাসান।
বিচারক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনাজ পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা ও উপজেলা প্রকৌশলী একেএম হেদায়েত উল্লাহ। বিষয় নির্ধারণ ছিল 'দুর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা'।
আরও পড়ুন:
বিতর্কে গান্ধাইল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। সেরা বক্তা নির্বাচিত হয় তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আতিকুর রহমান।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার।প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক।
প্রতিযোগিতাটি পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপসহকারি পরিচালক মনোয়ার হোসেনও কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।