লিয়াকত হোসাইন লায়ন: বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম বলেছেন, বিএনপি ঘোষিত ৩১ দফাই এদেশের মানুষের প্রকৃত মুক্তির সনদ।
![]() |
শ্রমিকের অধিকার মর্যাদা রক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -চেয়ারপার্সন উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম |
এই ৩১ দফার মধ্যেই শ্রমিকের অধিকার ও মর্যাদা সংরক্ষিত আছে তাই আমাদেরকে সকল শ্রেণী পেশার মানুষদের মান মর্যাদা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সরকারি কলেজ মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন:
তিনি আরো বলেন-সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে সৎ যোগ্য দক্ষ ও সুশিক্ষিত দুর্নীতিমুক্ত মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এই লক্ষ্য নিয়ে বিএনপি কাজ করে যাচ্ছে তাই বিএনপির সকল নেতা কর্মীদেরকে এই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে একযোগে কাজ করে যেতে হবে।
শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল আজিজ প্রধানের সভাপতিত্বে এতে জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জেলা বিএনপি'র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার প্রমূখ বক্তব্য রাখেন। সমাবেশে বিএনপির উপজেলা,পৌর,ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রমিক সংগঠন মিছিলে অংশগ্রহণ করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।