জামালপুর সংবাদদাতা: উৎসব মুখর পরিবেশে টানা ৯ বছর পর ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
লুইস ভিলেজের সামনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
সম্মেলনে সভাপতিত্ব করেন-জেলা বিএনিপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম। সাধারণ সম্পাদক এড. শাহ মো: ওয়ারেছ আলী মামুনের সঞ্চালনায় উদ্ধোধনী বক্তব্য রাখেন-বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব উন নবী খান সোহেল।
আরও পড়ুন:
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, আবু ওয়াহাব আকন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে জেলা বিএন’পি’র ১২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ফরিদুল কবির তালুকদার শামিমকে সভাপতি এবং এড. শাহ মো: ওয়ারেছ আলী মামুনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
কমিটির অন্যান্যরা হলো-সিনিয়র সহ-সভাপতি লোকমান আহাম্মেদ লোটন, সহ-সভাপতি শামীম আহমেদ, শহিদুল হক খান দুলাল, লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক সম্পাদক খন্দকার আসাদুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, মুস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক ১. ফিরোজ মিয়া, সফিকুল ইসলাম খান সজিব, আরিফ হোসেন খান বাহাজ।
কমিটির বাকিদের নাম পরে সিদ্ধান্তক্রমে জানানো হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।