জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে আলোকিত মানুষ ও স্বেচ্ছাসেবীদের সম্মানে শিল্পপতি জালাল উদ্দিনের ডাকে ২২ আগস্ট বিকেল ৫টায় সেভেন ওয়ান কনভেনশনে এক বৈঠকি অনুষ্ঠিত হয়।
মানবতা ও আদর্শ সমাজগঠনে আমরা বাংলাদেশ, আসসুন্নাহ ফাউন্ডেশন, রাফাহ ফাউন্ডেশন এর কর্মী, পরিবেশবাদী, সাংবাদিক, লেখক, ধর্মীয় নেতা, শিক্ষক-শিক্ষার্থী, সেনাকর্মকর্তা এবং কৃষকরা এতে অংশ গ্রহণ করেন।
মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-মানবাধিকার কর্মী ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মো: শাহ জামাল এতে সভাপতিত্ব করেন।
আরও পড়ুন:
মূখ্য আলোচক ছিলেন, মানবতার ফেরিওয়ালা-পরিবেশবাদি মো: জালাল উদ্দিন শেখ।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন-ডা. আমেজ উদ্দিন, আসসুন্নাহ ফাউন্ডেশনের কর্মী, পরিবেশবাদী আবু হাসান মাহমুদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত আইটি বিশেষজ্ঞ হাতেম আলী, খোরশেদ আলম মাস্টার, রাফাহ ফাউন্ডেশনের জেলা সভাপতি হাফেজ মাও. রুহুল আমিন, মানবতা ও আদর্শ সমাজগঠনে আমরা কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক ও অনলাইন মনিটর নাছিম উদ্দিন মিলিটারি, মেলান্দহ শাখার সভাপতি শেখ আ: হাকিম, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক রিয়াজ আহমেদ প্রমুখ।
সভায় স্বেচ্ছাসেবী হিসেবে মানবসেবায় আত্মনিয়োগকারিদের অভিজ্ঞতা বিনিময়সহ আগামী প্রজন্মকে মানবিকতার পাশাপাশি-সৎ-দেশপ্রেমিক নাগরিক গড়ার উপর গুরুত্বারোপ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।