মো: শাহ জামাল: জামালপুরের মেলান্দহ মুক্তিযোদ্বা সংসদের নতুন আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে জেলা আহবায়ক কমিটি।
১৯ আগস্ট কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের অনুমোদন ক্রমে জেলা এডহক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মুহা: হাবিবুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ কথা জানানো হয়।
বীর মুক্তিযোদ্ধা হামিদুল হককে আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে যুগ্ম আহবায়ক এবং এবিএম খালেককে সদস্য সচিব করে ৭ সদস্যের আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
আরও পড়ুন:
কমিটির অন্যান্যরা হলেন-বীর মুক্তিযোদ্ধা মজনু মিলিটারি, বাবর আলী, আলতাফুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে আহবায়ক কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।