জামালপুর সংবাদদাতা: জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আদ্রা আ: মান্নান হাই স্কুল ওয়াল ম্যাগাজিন প্রকাশ করেছে।
সম্পাদক-প্রকাশক ও প্রধান শিক্ষক ফরহাদ আলী ওয়াল ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন। শিক্ষার্থীদের স্বরচিত লেখা-গ্রাফিতি এই ম্যাগাজিনে স্থান পেয়েছে।
এ উপলক্ষে ৩১ জুলাই জুলাই ভিত্তিক স্বরচিত কবিতা পাঠ, অভিনয়, আলোচনা সভাসহ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
দিনভর নানা কর্মসূচি পালন শেষে বিকেল ৪টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন-এসএমসি’র সভাপতি নূরুল আমিন।
বক্তব্য রাখেন- মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি ও গাঙচিল আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদ জামালপুর শাখার প্রতিষ্ঠাতা সভাপতি-ইত্তেফাক/নিউ নেশনের সংবাদদাতা শাহ জামাল, জাহানারা লতিফ মহিলা কলেজের হেড ক্লার্ক-সাংস্কৃতিককর্মী সিরাজুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থী কবি আরিফুল ইসলাম লাবলু, ডা. আব্দুল মোমিন প্রমুখ।
অনুষ্ঠান গ্রন্থনা-পরিবেশনায় ছিলেন-সহকারি শিক্ষক সাইফুল ইসলাম এবং সাদিয়া জাহান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।