সেবা ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে।
![]() |
ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ছয়জন রেমিট্যান্স যোদ্ধার ছবি - (উপরে বাঁ থেকে) মো. জুয়েল, আমিন মাঝি ও মো. সাহাবুদ্দিন। (নিচে বাঁ থেকে) মো. রনি, মো. বাবলু ও মো. রকি। |
জানা যায়, নিহত প্রবাসীরা সাগরে মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে ছিলেন। তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সারিকাইত ইউনিয়নের পাঁচজন, মাইটভাঙার একজন ও রহমতপুর ইউনিয়নের একজন রয়েছেন।
নিহতরা হলেন- সারিকাইত ইউনিয়নের আমিন মাঝি, মো. আরজু, মো. রকি, সাহাব উদ্দিন ও মো. বাবলু, মাইটভাঙার মো. জুয়েল এবং রহমতপুরের মো. রনি।
সারিকাইত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাছলিমা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, 'একই ইউনিয়নের পাঁচ তরুণের মৃত্যুতে সারিকাইতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বাড়িতে চলছে আহাজারি। পরিবারের সদস্যরা স্তব্ধ। এমন হৃদয় বিদারক দুর্ঘটনায় আমরা সবাই মর্মাহত।'
নিহত সাহাব উদ্দিনের বাবা মো. সিদ্দিক কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'আমার ছেলে ওমানে মাছ ধরার বোটে কাজ করত। কয়েক দিন সাগরে থাকার পর আজ সকালে বাসায় ফিরছিল। পথে এ দুর্ঘটনায় তার মৃত্যু হলো। আমার ছেলেকে হারিয়ে আমি এখন অসহায়।'
স্থানীয় বাসিন্দারা জানান, নিহত প্রবাসীরা পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য ছিলেন। তাদের এই অকাল মৃত্যুতে পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে। এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
ওমানের দুখুম পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে বলে জানা গেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, 'আমরা এই দুর্ঘটনার খবর পেয়েছি। নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারি সহায়তা প্রদান করা হবে। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে বিদেশে আমাদের দূতাবাসগুলোকে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হবে।'
এদিকে, সন্দ্বীপের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নিহতদের রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছে। তারা দ্রুত নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের মৃত্যু নতুন কিছু নয়, কিন্তু একসঙ্গে এতজনের মৃত্যু সন্দ্বীপবাসীকে গভীর শোকে ডুবিয়েছে। পরিবারের সদস্যরা এখন শুধু প্রিয়জনের লাশ ফিরে পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন।
প্রবাসী নিয়ে আরও পড়ুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।