দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী উপজেলা গঠনের দাবীতে বিক্ষোভ

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে পৃথক উপজেলা গঠনসহ ৬ দফা দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

Protest demanding formation of Sanandbari Upazila in Dewanganj
দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী উপজেলা গঠনের দাবীতে বিক্ষোভ




রবিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজার এলাকায় সবার আগে সানন্দবাড়ী ব্যানারে স্থানীয়রা ঐক্যবদ্ধ গণমিছিল নামে কর্মসুচির আয়োজন করে।

দুপুরে চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ঐক্যবদ্ধ গণমিছিল শুরু হয়। মিছিলটি সানন্দবাড়ী বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেওয়ানগঞ্জ-রাজীবপুর আঞ্চলিক সড়কে এসে অবস্থান নেয়। 

সানন্দবাড়ী বাজারের কৃষ্ণচূড়া মোড়ে অবস্থান নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। 

এতে স্থানীয় হাসানুর রহমান অয়ন, নাজমুল হক আকাশ, রিয়াজ হোসেন শান্ত, হৃদয়সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

এ সময় সানন্দবাড়ী নামে নতুন উপজেলা গঠনসহ ৬ দফা দাবী ঘোষণা করা হয়। বক্তারা বলেন, আমাদেরকে যুগের পর যুগ সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, চিকিৎসাসহ রাষ্ট্রের সকল অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। 

সানন্দবাড়ী, তারাটিয়া, মৌলভীর চর, পাথরের চর, কাউনিয়ার চরসহ আশেপাশের এলাকা নিয়ে নতুন উপজেলা ঘোষণার দাবী জানান তারা। 

উপজেলা গঠন ছাড়াও অন্যান্য দাবীগুলো হলো- যমুনা নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বাধ নির্মাণ।

 দেওয়ানগঞ্জ হতে সানন্দবাড়ী হয়ে রৌমারী পর্যন্ত রেলপথ সম্প্রসারণ ও রেলস্টেশন স্থাপন। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১শ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন। সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয় ও সানন্দবাড়ী কলেজকে সরকারিকরণ। ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন। বক্তারা সকল বঞ্চনা ও অবহেলার অবসান চেয়ে অবিলম্বে সানন্দবাড়ী উপজেলা গঠন করতে সরকারের কাছে দাবী জানান। 

ঘন্টাব্যাপী অবরোধ চলাকালে সড়কের উভয় পাশের্^ তীব্র যানজট সৃষ্টি হয়। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসুচি দেয়ার কথা জানিয়ে অবরোধ কর্মসুচি প্রত্যাহার করা হয়।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


জামালপুর- নিয়ে আরও পড়ুন
মেলান্দহে বিদায়ী ইউএনওকে স্কাউটসের সংবর্ধনা
মেলান্দহে বিদায়ী ইউএনওকে স্কাউটসের সংবর্ধনা
জামালপুরে ধর্ষণ মামলায় বকশীগঞ্জের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
জামালপুরে ধর্ষণ মামলায় বকশীগঞ্জের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
ইসলামপুরে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া
ইসলামপুরে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া
জামালপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীর মৃত্যু
জামালপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীর মৃত্যু
ঋণের বোঝা মাথায় নিয়েই জিল বাংলা চিনিকলে আখ মাড়াই শুরু
ঋণের বোঝা মাথায় নিয়েই জিল বাংলা চিনিকলে আখ মাড়াই শুরু

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top