বাঁধন হোসেন: জামালপুরে সুজেদা বেগম(৩২) নামের এক নারীকে ধর্ষণ মামলায় মজমত আলী(৪৫) নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে আদালত।
![]() |
| জামালপুরে এক নারীকে ধর্ষণ মামলায় বকশীগঞ্জের এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান |
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। সুজেদা বেগম বকশীগঞ্জ উপজেলার কামালের বাত্তী এলাকার সহিজল হকের মেয়ে ও অভিযুক্ত মজমত আলী একই গ্রামের মৃত ইরফান আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, ২০১৩ সালে স্বামীর কাছ থেকে বিবাহ বিচ্ছেদ হয় সুজেদা বেগমের। এরপর থেকেই বকশীগঞ্জ উপজেলার কামালের বাত্তী এলাকায় বাবার বাড়ীতে বসবাস করে আসছিলো সে। সুজেদা বেগম অন্যের বাড়ীতে কাজ করে জীবিকা নির্বাহ করতো। একই এলাকায় মজমত আলী সুজেদা বেগমকে বিয়ের প্রস্তাব দেয়।
গত ২০২০ সালের ১৯ জুলাই রাতে মজমত আলী সুজেদা বেগমের ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় পরবর্তী সময়ে সুজেদা বেগম অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। ধর্ষণের অভিযোগে ওই বছরের ২৪ জুলাই বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন সুজেদা বেগম।
মামলায় ১০ জনের মধ্যে ৭ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামীর অনুপস্থিতে আজ রায় ঘোষণা করেন বিচারক মুহাম্মদ আব্দুর রহিম।
দোষী সাব্যস্ত হওয়ায় রায়ে আসামী মজমত আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ নির্যাতনের শিকার ওই নারীকে প্রদানের আদেশ দেয় আদালত।
মামলায় বাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
যাবজ্জীবন কারাদন্ড- নিয়ে আরও পড়ুন

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারদন্ড

বকশীগঞ্জের মাদক মামলায় এক ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড, অপর ভাই খালাস

জামালপুরে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড

জামালপুরে শিশু ধর্ষণের অভিযোগে একজনের যাবজ্জীবন কারাদন্ড


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।