সেবা ডেস্ক: বাংলাদেশের শিশুদের মধ্যে প্রতিভার কোনো অভাব নেই, এর উজ্জ্বল প্রমাণ তিন ক্ষুদে শিল্পী নাফি, শেহমান ও সাইফা। বয়সে ছোট হলেও প্রতিভায় তারা বড়দেরও টেক্কা দিচ্ছেন।
![]() |
| প্রতিভার আলো ছড়াচ্ছে তিন ক্ষুদে তারকা: নাফি, শেহমান ও সাইফা |
গান, মিউজিক, অভিনয়, উপস্থাপনাসব ক্ষেত্রেই তারা দেখাচ্ছে অসাধারণ দক্ষতা। বয়সের দিক থেকে তারা অল্প হলেও তাদের কাজ, অর্জন ও ব্যক্তিত্বে লুকিয়ে আছে বিশাল স্বপ্ন আর অনুপ্রেরণা। তাদের কাজ ও অর্জনে স্পষ্ট, বয়স নয়, প্রতিভাই আসল পরিচয়।
১৪ বছর বয়সী সিফাত রিজওয়ান নাফি, বর্তমানে সংগীত জগতে এক পরিচিত নাম। অল্প বয়সেই সংগীতের প্রতি তার ভালোবাসা তাকে এনে দিয়েছে অসংখ্য সাফল্য। বাংলাদেশের মঞ্চ ছাড়িয়ে তিনি প্রতিভার ছোঁয়া রেখেছেন আন্তর্জাতিক পর্যায়েও।
নাফি ভারতের জনপ্রিয় চ্যানেল জি বাংলার “সা রে গা মা পা”-তে অংশগ্রহণ করে বাংলাদেশকে গর্বিত করেছেন। তার কণ্ঠে লোকগান, ক্লাসিকাল ও আধুনিক গানের অনবদ্য সংমিশ্রণ শ্রোতাদের মন জয় করে নেয়।
দেশের সংগীতাঙ্গনেও নাফির রয়েছে একের পর এক অর্জন। তিনি দুইবার বিডি চাইল্ড ট্যালেন্ট বেস্ট চাইল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন এবং বৈশাখী টিভির ‘সেরাদের সেরা’য় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছেন। সংগীতের পাশাপাশি তার রয়েছে মিউজিক কম্পোজিশনের প্রতিও আগ্রহ। ভবিষ্যতে একজন গায়ক ও সংগীত পরিচালক হিসেবে দেশের সুনাম আরও উজ্জ্বল করতে চায় এই ক্ষুদে তারকা।
১২ বছর বয়সী শেহমান ইসলাম একাধারে গায়ক, অভিনেতা ও উপস্থাপক। ছোটবেলা থেকেই তার কথাবলার দক্ষতা ও আত্মবিশ্বাস তাকে অন্যদের থেকে আলাদা করেছে। গানের পাশাপাশি মঞ্চে উপস্থাপক হিসেবে তার পারফরম্যান্স অনেক বড়দেরও তাক লাগিয়ে দেয়।
শেহমান দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও টেলিভিশনে শিশুতোষ অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করে আসছে। শিশু একাডেমি এবং বিডি চাইল্ড ট্যালেন্ট আয়োজিত অসংখ্য অনুষ্ঠানে তিনি উপস্থাপনা করেছেন দক্ষতার সঙ্গে। শুধু তাই নয়, হামদ ও নাতে তার অসাধারণ পরিবেশনা তাকে এনে দিয়েছে জাতীয় পুরস্কার।
অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও তার আগ্রহ উল্লেখযোগ্য। সামাজিক সংগঠন বিডি চাইল্ড ট্যালেন্ট থেকে প্রকাশিত হয়েছে তার লেখা “অস্ত্র কাঁধে দুই বালক” নামের গ্রন্থটি, যা শিশুদের দেশপ্রেম ও সাহসিকতার গল্প তুলে ধরে। ছোট বয়সেই এমন বহুমাত্রিক প্রতিভা তাকে শিশু সমাজে এক অনন্য অবস্থানে নিয়ে এসেছে।
সবচেয়ে কম বয়সী কিন্তু জনপ্রিয়তার দিক থেকে কম নন ১০ বছর বয়সী সুরাইয়া আক্তার সাইফা। বয়সে ছোট হলেও সামাজিক মাধ্যমে তার উপস্থিতি বিস্ময় জাগায়। মডেলিং, গান ও মিউজিক ভিডিওতে তার অভিনয় ও প্রকাশভঙ্গি তাকে শিশুদের মাঝে এক আইকনে পরিণত করেছে।
সাইফা গান ও অভিনয়ের পাশাপাশি বিভিন্ন টিভি অনুষ্ঠান ও সামাজিক সংগঠনের আয়োজনেও অংশগ্রহণ করে থাকে। তার সুরেলা কণ্ঠ ও মিষ্টি হাসি দর্শকদের মন কেড়ে নেয় সহজেই। প্রতিভার স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন জাতীয় পুরস্কার এবং পরপর দুইবার বিডি চাইল্ড ট্যালেন্টের বেস্ট চাইল্ড অ্যাওয়ার্ড। এটিএন বাংলার ‘সেরাদের সেরা’ ও বিটিভির ‘নতুন কুড়ি’তে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
সাইফা ভবিষ্যতে একজন গায়িকা হিসেবে দেশের শিল্প-সংস্কৃতির জগতে নিজের অবস্থান আরও মজবুত করতে চায়।
নাফি, শেহমান ও সাইফা—এই তিন ক্ষুদে তারকা শুধু নিজেদের প্রতিভা দিয়ে নয়, বরং অন্য শিশুদেরও অনুপ্রেরণা জোগাচ্ছে। তাদের সাফল্য প্রমাণ করে দিয়েছে, মেধা ও মনোযোগ থাকলে বয়স কোনো বাধা নয়। ভবিষ্যতে তারা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে—এমন প্রত্যাশাই রাখছে সবাই।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
বিনোদন- নিয়ে আরও পড়ুন

'আমরা তিন-চারটে বিয়ে করতেই পারি': মেঘনা হালদারের 'মাচা শো' ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়

আমার দায়িত্ব কে নেবে, অন্য ছেলে? আদালতে কান্নায় ভেঙে পড়লেন সানাই মাহবুব

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বের ১৮০০ শিল্পীর ঐতিহাসিক বয়কট

বলিউড অভিনেত্রী অন্তরা মালি: উত্থান, বিতর্ক ও বিস্মৃতির আড়ালে চলে যাওয়া এক প্রতিভার গল্প

প্রাচ্য পলাশের ওভিসিতে মডেল সঞ্চিতা


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।