আমার দায়িত্ব কে নেবে, অন্য ছেলে? আদালতে কান্নায় ভেঙে পড়লেন সানাই মাহবুব

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: যৌতুক দাবি ও শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করা মডেল সানাই মাহবুব আদালতে শর্ত দিয়ে সংসার করতে রাজি হয়েছেন।

Who-will-take-my-responsibility-Sanai-Mahbub-breaks-down-in-tears-in-court
আমার দায়িত্ব কে নেবে, অন্য ছেলে? আদালতে কান্নায় ভেঙে পড়লেন সানাই মাহবুব


মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মহানগর হাকিম আদালতে শুনানিকালে কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, "আমার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছে। আমার দায়িত্ব কে নিবে? যদি আমার স্বামী না নেয়। অন্য ছেলে নিবে?"


আদালতে সানাই মাহবুব জানান, তার স্বামী আবূ সালেহ মূসা যদি ভরণপোষণের দায়িত্ব নেয়, তবে তিনি সংসার করতে রাজি আছেন। তবে তিনি এও জানান, তার স্বামী তার কাছ থেকে ১৯ লাখ টাকা নিয়েছেন, যার ভয়েস রেকর্ড তার কাছে আছে।


আরও পড়ুন:

সানাই মাহবুব এবার বিকিনি মুডে (ছবিসহ)

সানাই মাহবুব এবার বিকিনি মুডে (ছবিসহ


এদিকে, সানাই মাহবুবের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তার স্বামী আবূ সালেহ মূসা। ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান এ আদেশ দেন।


শুনানিতে মূসার পক্ষে জামিন আবেদন করেন ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ আলম। তিনি আদালতকে বলেন, "আমরা একটা হলফনামা দিয়েছি যে আমরা সংসার করতে চাই। আমরা বিষয়টি আপস করে ফেলব।"


অন্যদিকে, সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা জামিন আবেদনের বিরোধিতা করে বলেন, "যৌতুক দাবির পাশাপাশি আসামি বাদীর কাছ থেকে ১৯ লাখ টাকা নিয়েছে। সেই টাকার কী হবে? টাকা পয়সা নিয়েছে, আবার যৌতুক চাচ্ছে।"


আরও পড়ুন:


ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বের ১৮০০ শিল্পীর ঐতিহাসিক বয়কট


বলিউড অভিনেত্রী অন্তরা মালি: উত্থান, বিতর্ক ও বিস্মৃতির আড়ালে চলে যাওয়া এক প্রতিভার গল্প


প্রাচ্য পলাশের ওভিসিতে মডেল সঞ্চিতা

আদালত উভয়পক্ষের শুনানি শেষে বলেন, "এটা আপসযোগ্য মামলা। আসামি সংসার করতে চায়। তাকে সুযোগ দিতে হবে।"


মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৭ মে তারা বিয়ে করেন। বিয়ের সময় সানাই মাহবুবের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আসবাবপত্র ও ১৫ ভরি সোনা দেওয়া হয়। পরে চাকরির পাশাপাশি ব্যবসা করবে জানিয়ে স্বামী আবূ সালেহ মূসা টাকা চান। সেসময় সানাই নিজের ১২ লাখ টাকা ও বাবার কাছ থেকে আরও ৭ লাখ টাকা এনে দেন। কিন্তু সেই টাকা সালেহ মুসা খরচ করে ফেলেন।


পরবর্তীতে তিনি সানাইয়ের কাছ থেকে ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন। সেটি দিতে অস্বীকার করলে সানাইয়ের ওপর শারীরিক-মানসিক নির্যাতন চালান। টাকা না দিলে সংসার না করার হুমকি দেন।


সানাই মাহবুব অভিযোগ করেন, সংসার টিকিয়ে নিতে বিষয়টি একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু তার স্বামী ২২ লাখ টাকা দাবি করেই যাচ্ছেন। সংসার চালিয়ে নিতে গত ৭ ও ২২ জুলাই স্বামীকে লিগ্যাল নোটিশ পাঠান তিনি।


আইনজীবী মিঠুন সাহা জানান, আগামী মঙ্গলবার বিষয়টি নিয়ে দুইপক্ষ বসবে।


পরিচালক গাজী মাহবুবের হাত ধরে 'ভালোবাসা ২৪×৭' নামে একটি চলচ্চিত্রে অভিনয় করে শোবিজে পা রেখেছিলেন মডেল সানাই মাহবুব। বিভিন্ন অভিযোগে পুলিশি জিজ্ঞাসাবাদের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনায় ছিলেন তিনি।


আদালত সূত্রে জানা যায়, আসামি মূসা আদালতে জানিয়েছেন, তিনি একটি ব্যাংকে চাকরি করতেন, তবে কয়েক মাস আগে তার চাকরি চলে যায়। তিনি সানাই মাহবুবের সঙ্গে সংসার করার ইচ্ছার কথাও আদালতে প্রকাশ করেন।


মামলাটি নিষ্পত্তির জন্য আগামী মঙ্গলবার দুইপক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top