সেবা ডেস্ক: টলিউড অভিনেত্রী মেঘনা হালদারের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনার ঝড়। 'রাকা' নামে পরিচিত এই অভিনেত্রী একটি 'মাচা শো'-তে বিতর্কিত মন্তব্য করেন, যা নেটিজনদের ক্ষোভের কারণ হয়ে ওঠে।
![]() |
| আমরা তিন-চারটে বিয়ে করতেই পারি': মেঘনা হালদারের 'মাচা শো' ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়। ছবি: আনন্দবাজার পত্রিকা |
জানা গেছে, একটি অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে মেঘনা বলেন, "আমরা ধারাবাহিকে অভিনয় করি। তাই তিন-চারটে বিয়ে করতে পারি। আপনাদের সন্ধানে ভাল পাত্র আছে? একটা বাংলো চাই, মার্সিডিজ গাড়ি চাই আর পাঁচ কোটি টাকা, ব্যস এটুকুই।"
অভিনেত্রীর এই মন্তব্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনার বন্যা। অনেকেই এই ধরনের মন্তব্যকে 'অশোভন' ও 'অসামাজিক' বলে আখ্যা দিয়েছেন। এক নেটিজন মন্তব্য করেছেন, "৩০০ টাকায় আপনার মতো অভিনেত্রী পাওয়া যায়।" আরেকজন লিখেছেন, "আপনার এই ধরনের কথা ভরা মঞ্চে বলতে একটু অস্বস্তি হল না?"
তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেখাননি মেঘনা হালদার। অভিনেত্রী হিসেবে তিনি মূলত খলনায়িকের চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। ধারাবাহিকে অভিনয় ছাড়াও তিনি উদ্যোক্তা ও অন্দরসজ্জা শিল্পী হিসেবেও কাজ করেন।
এর আগে ২০২৪ সালে অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে 'মি টু' অভিযোগ এনেছিলেন মেঘনা। অভিযোগ ছিল, বলিউডে পা রাখার সময় রাজপাল যাদব তার ঊরুতে হাত দেন। পরে অভিনেত্রী রাজপালের গালে থাপ্পড় মারেন বলে অভিযোগ করা হয়।
দীর্ঘ ক্যারিয়ারে মেঘনা নানা ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। তবে এবার তার নিজের দেওয়া মন্তব্যই তাকে বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে। শোবিজ ইন্ডাস্ট্রিতে এমন বিতর্ক নতুন কিছু না হলেও মেঘনার ক্ষেত্রে তা নতুন মাত্রায় ছড়িয়ে পড়েছে।
বর্তমানে এই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র আলোচনা-সমালোচনা। অনেকেই অভিনেত্রীর এমন মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। তবে মেঘনা এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।
বিনোদন







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।