সেবা ডেস্ক: বছরের শেষ মাসে এসে সাধারণ মানুষের পকেটে বড় ধাক্কা। আজ সোমবার থেকে কার্যকর হচ্ছে জ্বালানি তেলের বর্ধিত নতুন মূল্য। সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে দুই টাকা করে বাড়ানোর ঘোষণা দিয়েছে।
![]() |
| ফের বাড়ল তেলের দাম, জনজীবনে নতুন করে খরচের চাপ |
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্যমতে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করতেই এই দাম বৃদ্ধি। নতুন ঘোষণা অনুযায়ী আজ থেকে প্রতি লিটার ডিজেল কিনতে খরচ হবে ১০৪ টাকা এবং কেরোসিন কিনতে হবে ১১৬ টাকায়।
এছাড়া বাইক বা গাড়ির চালকদের জন্য অকটেন কিনতে হবে ১২৪ টাকায় এবং পেট্রলের জন্য গুনতে হবে ১২০ টাকা। নিত্যপণ্যের এই চড়া বাজারে তেলের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রায় কতটা প্রভাব ফেলবে তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা।
জাতীয়- নিয়ে আরও পড়ুন





ডিসেম্বর মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে দুই টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার (১ ডিসেম্বর) থেকে এ দাম কার্যকর হবে।
রোববার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে আগামী ডিসেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।
ডিসেম্বর মাসের জন্য ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১০৪ টাকা ও অকটেন ১২২ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১২৪ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।
এছাড়া পেট্রলের দাম ১১৮ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১২০ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১১৬ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জাতীয়- নিয়ে আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন: কারণ শর্ট সার্কিট, নাশকতার প্রমাণ মেলেনি

শেখ হাসিনার ব্যাংক লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ

ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে, কী করবেন❓কী করবেন না❓

দেশে সাড়ে ৩১ ঘণ্টায় চারবার ভূমিকম্প: আতঙ্ক ও প্রাণহানি

দেশজুড়ে শক্তিশালী ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ১০, আহত ৬ শতাধিক


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।