সেবা ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর মালয়েশিয়ায় যেতে না পারা বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।
![]() |
| মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সুখবর, তৃতীয় ধাপে আরও ১৭৯ জনের প্রবেশ |
২০২৪ সালের ৩১ মে’র মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করেও দেশটিতে প্রবেশ করতে না পারা ৭ হাজার ৮৭৩ জন কর্মীর মধ্যে এখন পর্যন্ত মোট ১৭৯ জন কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
হাইকমিশনের বিবৃতিতে বলা হয়েছে, সবশেষ গত ৩ ডিসেম্বর তৃতীয় ধাপে ২০ জন কর্মী মালয়েশিয়ায় এসেছেন। এই আগমনের মধ্য দিয়ে এখন পর্যন্ত দেশটিতে তিন ধাপে মোট ১৭৯ জন বাংলাদেশি কর্মীর প্রবেশ সম্পন্ন হয়েছে। এর ফলে মালয়েশিয়ায় কর্মী প্রবেশ প্রক্রিয়া ধীরে ধীরে গতি পাচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।
মালয়েশিয়ায় সদ্য আগমন করা এই ২০ জন কর্মীকে প্রাথমিকভাবে থাকার জন্য দেশটির সেলাঙ্গর রাজ্যের পেতালিং জয়ার কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টার বারহাদ (সিএলএবি)-এর নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের জন্য একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়েরও আয়োজন করা হয়।
এই ব্রিফিংয়ে বাংলাদেশ হাইকমিশন এবং সিএলএবি-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নতুন আগত বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার শ্রম আইন, নিয়ম-কানুন এবং অন্যান্য বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। কর্মজীবনের শুরুতে তাদের বিভিন্ন বিষয়ে জানানো করা হয়েছে।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশে আটকেপড়া অবশিষ্ট কর্মীদের দ্রুত ও সুষ্ঠুভাবে আনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারা। ইতিমধ্যে যারা মালয়েশিয়ায় পৌঁছেছেন, তাদের কর্মসংস্থায় যোগদান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মালয়েশিয়ায় কর্মী প্রবেশ প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জটিলতার মুখোমুখি পড়তে হয়েছিল বাংলাদেশি কর্মীদের। কোম্পানির ভিসা না থাকা, কাগজপত্রে অনিয়মিততা এবং মালয়েশিয়া সরকারের কঠোর নীতির কারণে অনেকে দেশটিতে প্রবেশ করতে পারেননি।
এদিকে, মালয়েশিয়ায় প্রবেশ করা কর্মীরা জানিয়েছেন, দীর্ঘ দিন পর দেশটিতে পৌঁছে পেরে তারা অনেকটা স্বস্তি বোধ করছেন। তবে এখনও বাংলাদেশে আটকে পড়া তাদের সহকর্মীদের দ্রুত মালয়েশিয়ায় পাঠানোর দাবি জানিয়েছেন তারা।
বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা বলছেন, মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা চলছে বাকি কর্মীদের দ্রুত মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা নেওয়ার জন্য। আশা করা হচ্ছে, খুব শিগগিরই বাকিদেরও মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হবে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মালয়েশিয়ায় কর্মী প্রবেশ নিয়ে যারা দীর্ঘদিন ধরে চিন্তিত ছিলেন, তাদের জন্য এটি সুখবর। সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলেও জানানো হয়েছে।
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের সংগঠনগুলো বলছে, মালয়েশিয়া সরকারের এই পদক্ষেপ তাদের জন্য ইতিবাচক। তারা আরও বেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
এই ঘটনায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যাওয়া কর্মীদের পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলছেন, দীর্ঘ দিন পর তাদের স্বজনদের মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা হওয়ায় তারা খুশি। একই সঙ্গে বাকিদেরও দ্রুত মালয়েশিয়ায় পাঠানোর দাবি জানিয়েছেন তারা।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
প্রবাসী- নিয়ে আরও পড়ুন

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের ৭ প্রবাসীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রয়োজন- অস্ট্রেলিয়ার সিনেটরদ্বয়

নিমিষেই শেষ হলো প্রবাসীর মাছ চাষের স্বপ্ন

অন্ধকারে শিখার আলো: এক নতুন সমাজের স্বপ্ন: হক মোঃ ইমদাদুল

মালয়েশিয়া গিয়ে নিঃস্ব কাজিপুরের চার যুবকের সংবাদ সম্মেলন


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।