লিয়াকত হোসাইন লায়ন: দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি বিচ্ছিন্ন হওয়া ভোগান্তিতে পড়েছে ওই ট্রেনের যাত্রীরা।
![]() |
| জামালপুরে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন, ভোগান্তিতে যাত্রীরা |
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকেলে ৫টা দিকে পিয়ারপুর ষ্টেশনের কাছাকাছি এঘটনা ঘটনা ঘটে। তবে এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি পিয়ার এলাকায় পৌছলে 'ঢ' ও 'ণ' দুটি বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
বিষয়টি ট্রেন চালক বুঝতে পেরে ট্রেন থামান। এতে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পরে। কিছু যাত্রী অন্য পরিবহন দিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।
দেওয়ানগঞ্জ উপজেলার কামরুল ইসলাম নামে ট্রেনের যাত্রী বলেন, হঠাৎ করেই একটা শব্দ হয় ট্রেন দাঁড়িয়ে যায়। পরে শুনি বগির নাট খিলে গেছে। এখন আর ঢাকায় সঠিক সময়ে পৌঁছাতে পারবো না।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ৫টার দিকে দুটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ময়মনসিংহ থেকে মেরামতের জন্য টেকনিশিয়ান আনা হচ্ছে। আশা করি খুব দ্রুত সমাধান হবে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জামালপুর- নিয়ে আরও পড়ুন

ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস আজ

খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় জামালপুরে বিএনপির দোয়া মাহফিল

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ইসলামপুরে কর্ম বিরতি ও মানববন্ধন

জামালপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপিত

জামালপুরে জমিতে প্রবেশে বাঁধা ও বেদখলের অপচেষ্টার অভিযোগ


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।