জামালপুরে জমিতে প্রবেশে বাঁধা ও বেদখলের অপচেষ্টার অভিযোগ

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে ওয়ারিশ সূত্রে পাপ্ত ৮৮ শতাংশ জমিতে প্রবেশে বাঁধা ও বেদখলের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Allegations of attempts to block access to land and encroachment in Jamalpur
জামালপুরে জমিতে প্রবেশে বাঁধা ও বেদখলের অপচেষ্টার অভিযোগ




মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে ভূক্তভোগী পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে ভূক্তভোগী সিমু বেগম (৪১), তোফাজ্জল হোসেন (৪৯), মোফাজ্জল হক (৪৫) বক্তব্য রাখেন। 

এ সময় লিখিত বক্তব্যে সিমু বেগম বলেন, তার স্বামী তোফাজ্জল হোসেন সদর উপজেলার নান্দিনা মৌজায় ওয়ারিশ সূত্রে ৮৮ শতাংশ জমির মালিক। কিন্তু নান্দিনা নয়াপাড়া গ্রামের মৃত হোসেন আলীর দুই ছেলে তার স্বামীর জেঠাতো ভাই সাইদুর রহমান (৪৮), শফিকুল ইসলাম (৫২) ও শফিকুল ইসলামের ছেলে রাহাত (২৮) ওই জমিতে প্রবেশে তাদের বাঁধা দেয় ও তারা একাই ভোগদখল করার জন্য বিভিন্নভাবে পায়তারা করতে থাকে। ওই জমিতে গেলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

 আমি প্রতিবাদ করায় তারা আমাকে মারপিট করার জন্য এগিয়ে আসে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাসহ প্রকাশ্যে হুমকি প্রদান করে। বর্তমানে আমরা তাদের ভয়ে জমিতে যাওয়ার সাহস পাচ্ছি না। 

এ ব্যাপারে জামালপুর সদর থানায় একাধিক অভিযোগ দায়ের করেছি। আমি সাংবাদিকদের মাধ্যমে আমার প্রাপ্য জমির দখল বুঝে পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। 

সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের অন্যান্য সদস্য, বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


জামালপুর- নিয়ে আরও পড়ুন
মেলান্দহে শিক্ষক আন্দোলন শুরু
মেলান্দহে শিক্ষক আন্দোলন শুরু
বড় ভাইয়ের প্রতারণার শিকার ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন
বড় ভাইয়ের প্রতারণার শিকার ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন
দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী উপজেলা গঠনের দাবীতে বিক্ষোভ
দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী উপজেলা গঠনের দাবীতে বিক্ষোভ
মেলান্দহে বিদায়ী ইউএনওকে স্কাউটসের সংবর্ধনা
মেলান্দহে বিদায়ী ইউএনওকে স্কাউটসের সংবর্ধনা
জামালপুরে ধর্ষণ মামলায় বকশীগঞ্জের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
জামালপুরে ধর্ষণ মামলায় বকশীগঞ্জের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top