শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বন্ধ করে বিদ্যালয়ের গেটে তালা দেওয়ায় অভিভাবকরা হতাশায় পড়েছেন।
![]() |
| পরীক্ষা বন্ধ করে গেটে তালা দেওয়ায় অভিভাবকরা হতাশায় |
এনিয়ে অভিভাবকদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শিক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে তামাসা করছেন শিক্ষকরা। অভিভাবকরা এমনটা আশা করেনি। কেন্দ্রিয় ঘোষণা মোতাবেক রৌমারীতেও প্রাথমিক সহকারি শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। সহকারি শিক্ষকদের কর্মবিরতি চলা অবস্থায় প্রধান শিক্ষকরা পরীক্ষা নিতে চাইলে সেখানেও বাধা সৃষ্টি করছেন তারা।
বুধবার (৩ডিসেম্বর) সকাল ১০ টার দিকে রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছিল। এমন সময়ে বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবিব সাদা এর নেতৃত্বে সহকারী শিক্ষকরা ওই বিদ্যালয়ের পরীক্ষা বন্ধ করে গেটে তালা লাগানো হয়।
রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী জানায়, আমরা দুটি পরীক্ষা দিয়েছি, আজকের পরীক্ষার জন্য এসেছি। প্রধান শিক্ষক স্যার আমাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় অন্যান্য স্যারেরা এসে পরীক্ষা দিতে বাধা দেয়। এতে আমাদের খুব খারাপ লাগছে।
শিক্ষার্থী অভিভাবকরা বলেন, সহকারী শিক্ষকগণ তাদের স্বার্থের জন্য শিক্ষার্থীদের ভবিষ্যত নষ্ট করে আন্দোলন ও কর্মবিরতিতে রয়েছে। ছেলে-মেয়েদের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। সহকারী শিক্ষক ছাড়া পরীক্ষা নিতে প্রধান শিক্ষকরা হিমশিমে পড়েছে। সহকারি শিক্ষকদের এরকম সিদ্ধান্তে দ্রæত ব্যবস্থা নেয়ার দাবী করছি।
প্রাথমিক শিক্ষক পরিবার সংগঠনের সভাপতি আহসান হাবিব সাদা জানান, আমার স্কুলেও দুইদিন পরীক্ষা নিয়েছি। আজকে পরীক্ষার প্রস্তুতি চলাকালিন সয়ম সহকারী শিক্ষকগণ পরীক্ষা নিতে বাধা দেয়। বিষয়টি শিক্ষা অফিসারকে ফোন করলে না পাওয়ায় মডেল স্কুলে গিয়ে সহকারী শিক্ষা অফিসারের সাথে কথা বলি। তবে আমি সহকারী শিক্ষকদের আন্দোলনের সাথে জড়িত হই নাই।
রৌমারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম রিজু বলেন, আজকের পরীক্ষা নেয়ার প্রস্তুতি চলছিল। এমন সময় কর্মবিরতির শতাধীক সহকারী শিক্ষক এসে আমাকে পরীক্ষা না নিতে অনুরোধ করলেও পরে শিক্ষার্থীদের বের করে দিয়ে নিজেরা বিদ্যালয়ের মুল গেটে তালা দেন। শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে স্কুল ছেড়ে চলে যায়।
সহকারী শিক্ষা অফিসার নাজমূল আলম বলেন, শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার প্রস্তুতি চলাকালিন সময় আন্দোলনরত সহকারী শিক্ষকগণ বিদ্যালয়ে এসে পরীক্ষা বন্ধ করে দেয়। সংবাদ পেয়ে বিদ্যালয়ে যাই এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারকে ডেকে নেওয়া হয়। পরে পরীক্ষা নেওয়ার জন্য আন্দোলনকারী শিক্ষকদেরকে অনুরোধ করা হলে তারা কথা রাখেনি। প্রধান শিক্ষক সাদা মাষ্টার আন্দোলনের সাথে জড়িত থাকার বিষয়ে তিনি আরো বলেন, আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধে তাকে জবাবদিহির আওতায় আনা হবে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রাফিউর রহমান বলেন, আমি আপনাদের আন্দোলন ও কর্মবিরতিকে সমর্থন করি। আপনাদের লিখিত স্বারক আমাকে দেন, আমি উদ্ধর্তন কর্তৃপক্ষের বরাবর পাঠিয়ে দিবো। তবে পরীক্ষাগুলো নিলে ভালো হয়।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
রৌমারী- নিয়ে আরও পড়ুন

বীর প্রতীক তারামন বিবির সপ্তম মৃত্যু বার্ষিকী

রৌমারীতে ৩ দফা দাবীতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি

সহকারী শিক্ষকদের ৩ দফা দাবিতে রৌমারীতে পূর্ণদিবস কর্মবিরতি পালন

রৌমারীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

রৌমারীতে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।