জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে বড় ভাইয়ের প্রতারণার জালে সর্বশান্ত হয়ে ছোট ভাই বিমান বাহিনীর সার্জেন্ট অব. আবু সাঈদ সরকার সংবাদ সম্মেলন করেছেন।
![]() |
| বড় ভাইয়ের প্রতারণার শিকার বিমান বাহিনীর কর্মকর্তা ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন |
১ ডিসেম্বর দুপুরে মেলান্দহ রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। প্রতারিত ওই বিমান বাহিনীর কর্মকর্তার বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার আদবাড়িয়া গ্রামে।
সংবাদ সম্মেলনে প্রতারিত ছোট ভাই বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু সাঈদ সরকার জানান-টানা ১৮ বছর বিমান বাহিনীতে কর্মরত ছিলাম। অবসর গ্রহণের পর ইউনাইটেড গ্রæপে ২০ বছর কর্মরত ছিলাম। সুদীর্ঘ প্রায় ৪০ বছর কর্মজীবনের সকল উপার্জন যৌথ পরিবারের প্রধান হিসেবে একমাত্র বড় ভাই শাহাজাদা সরকারের কাছে গচ্ছিত রাখি। এই টাকায় আমার নামে জমি না কিনে প্রতারণার আশ্রয়ে তার নামে এবং তার ছেলে-স্ত্রীর নামে রেজিস্ট্রে করে।
এ বিষয়ে জানতে চাইলে বড় ভাই আমাকে জানায়, সকল জমি মায়ের নামেই রেজিস্ট্রি করেছি। পরবর্তীতে বড় ভাইয়ের বিমাতা সূলভ আচরণে আমার সাথে প্রতারণার বিষয়টি প্রকাশিত হয়। এ নিয়ে আত্মীয় স্বজন-পাড়া পড়শীদের নিয়ে দফায় দফায় দেন দরবার হয়। একপর্যায়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। বিজ্ঞ আদালত মামলাটি মাহমুদপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে পাঠায়। বর্তমানে আমি প্রতারিত হয়ে নি:স্ব এবং জীবনের নিরাপত্তাহীনে ভোগছি। এতেই শেষনয়, আমাকে জমি ফেরত দেবার কথা বলে আমার মা জবেদা বেগমকে ডেকে নিয়ে প্রতারণার আশ্রয়ে জনৈক দলিল লেখকের কারসাজিতে আমার মায়ের সমুদয় জমিও নিয়েছে বড় ভাই।
এভাবে প্রতারণার আশ্রয়ে আমার প্রায় ৬ বিঘা জমি হাতিয়ে নিয়েছে। এই কাজে সহযোগিতা করেছেন স্থানীয় এক দলিল লেখক।
এ ব্যাপারে প্রতারক বড় ভাই শাহাজাদা সরকারের সাথে ফোনে যোগাযোগ করলে তার ছেলে আসিফ ইকবাল তুহিন ফোন রিসিভ করে বলেন- এ নিয়ে আদালতে মামলা চলমান আছে। আমার চাচার অভিযোগ সত্য নয়।
গ্রাম আদালতের বিচার এবং মাহমুদপুর ইউপির প্রশাসক ডা. সুকুমার রায় জানান-ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে গ্রাম আদালতে কয়েক দফা দেনদরবার হয়েছে। গোপনে প্রকাশ্যে ঘটনার সত্যতা নিরুপনের জন্য একটি তদন্ত কমিটিও গঠন করেছি।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
মেলান্দহ- নিয়ে আরও পড়ুন

মেলান্দহে বিদায়ী ইউএনওকে স্কাউটসের সংবর্ধনা

মেলান্দহে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টায় যুবককে আটক

ঢাকায় ছড়াকার আশরাফুল মান্নানের শোক সভা

মেলান্দহ বিকেডিএ’র পরীক্ষা সম্পন্ন

কবি আশরাফুল মান্নানের স্মরণ সভা


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।