উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
![]() |
| উল্লাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে রফিকুল ইসলাম খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত |
৬ ডিসেম্বর শনিবার বেলা ২ টায় উল্লাপাড়া পৌরশহরের একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উল্লাপাড়া জামাতে ইসলামী আমীর শাহজাহান আলী তিনি তার রাজনৈতিক অবস্থান, কর্মপরিকল্পনা ও নির্বাচনী প্রতিশ্রুতি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
মতবিনিময় সভায় মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, উল্লাপাড়ার মানুষ শান্তি, উন্নয়ন ও ন্যায়ের রাজনীতি চায়। আমি এই এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই। শিক্ষা, কৃষি উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, কর্মসংস্থান এবং যুবশক্তিকে এগিয়ে নেওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামীতে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, উল্লাপাড়া-৪ আসন দীর্ঘদিন অবহেলিত। জনগণের প্রত্যাশা অনুযায়ী টেকসই উন্নয়ন নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি নির্বাচনী পরিবেশ, গণতান্ত্রিক অধিকার, ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের দাবি নিয়ে মতামত তুলে ধরেন।
সভায় স্থানীয় সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা প্রার্থীর নির্বাচনী প্রস্তুতি, পরিকল্পনা ও মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন করেন।
সংবাদ সম্মেলনের শেষে মাওলানা রফিকুল ইসলাম খান গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন,
জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সাংবাদিকরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গণমাধ্যমের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় আমি সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন , উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি বুলবুল আহমেদ, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান।
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন , দৈনিক করোতোয়া উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক ইত্তেফাক উপজেলা প্রতিনিধি এ আর জাহাঙ্গীর, দৈনিক মানবজমিন উপজেলা প্রতিনিধি রাজু আহমেদ শাহান, আমাদের সময় উপজেলা প্রতিনিধি আব্দুস সাত্তার, কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি আতাউর রহমান রাজু, জনতা সংগ্রাম পত্রিকার সম্পাদক রিয়াজুল ইসলাম সবুজ, প্রতিদিনের সংবাদ উপজেলা প্রতিনিধি সাহারুল হক সাচ্চু, ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান বাবলু, এশিয়া টেলিভিশন উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি আল-আমিন, নয়া দিগন্ত উপজেলা প্রতিনিধি জাকিরুল হাসান, খোলা কাগজ উপজেলা প্রতিনিধ আব্দুল মতিন, দৈনিক ভোরের কাগজ উপজেলা প্রতিনিধি মমতাজ হাসান রিটু, শ্যামল বাংলা উপজেলা প্রতিনিধ তুহিন আলম, দৈনিক জয় সাগর উপজেলা প্রতিনিধি হোসাইন তুহিন, মুভি বাংলা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি আল মাহমুদ, উপজেলা প্রতিনিধি অনলাইন গ্লোবাল সংবাদ উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, জয় সাগর উপজেলা প্রতিনিধি এনামুল হক, দৈনিক প্রবাহ বাংলা উপজেলা প্রতিনিধি আব্দুস সামাদ, দৈনিক জয় সাগর অনলাইন স্টাফ রিপোর্টার আব্দুল জলিল, অগ্রযাত্রা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মুস্তাকিম বিল্লাহ,যায়যায় দিনের সলঙ্গা প্রতিনিধি জাকির হোসাইন, দৈনিক যুগের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার শাহিন রেজা , রাজধানী টিভির উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, দৈনিক সকালের সময় উপজেলা প্রতিনিধি কায়েম মাহমুদ, দৈনিক অপরাধ কণ্ঠ উপজেলা প্রতিনিধি, দৈনিক রূপালী বাংলাদেশ উপজেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক বাবু, দৈনিক নববানী মাহবুবুল আলম রুবেল, দৈনিক সংগ্রাম উপজেলা সংবাদদাতা রবিউল আলম।
সভা শেষে প্রার্থী সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
উল্লাপাড়া- নিয়ে আরও পড়ুন

উল্লাপাড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান

উল্লাপাড়ায় কচুয়া নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার

উল্লাপাড়ায় গ্যাসের ট্যাবলেট খেয়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

উল্লাপাড়ায় চার মাসেই ধ্বসে গেছে কোটি টাকার সড়ক: হতাশায় এলাকাবাসী

উল্লাপাড়ায় সেরাজেম থ্যারাপি সেন্টারের উদ্বোধন


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।