উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার সীমান্তে কচুয়া নদীর চকিদহ ব্রিজের নিজ থেকে আমিনুল সেখ (৩৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
![]() |
| উল্লাপাড়ায় কচুয়া নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার |
বুধবার সকালে এলাকাবাসী ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের পর নিহতের স্বজনেরা তার লাশ শনাক্ত করে। আমিনুল সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর গ্রামের আয়নাল সেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের কোন এক সময় দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করে এই স্থানে ফেলে রেখে পালিয়ে গেছে।
আরও দেখুন:
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে। খুব শীঘ্রই এ হত্যাকান্ডের ক্লু উন্মোচন করা হবে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
উল্লাপাড়া- নিয়ে আরও পড়ুন

উল্লাপাড়ায় গ্যাসের ট্যাবলেট খেয়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

উল্লাপাড়ায় চার মাসেই ধ্বসে গেছে কোটি টাকার সড়ক: হতাশায় এলাকাবাসী

উল্লাপাড়ায় সেরাজেম থ্যারাপি সেন্টারের উদ্বোধন

উল্লাপাড়ায় চাকুরি দেওয়ার আশ্বাসে টাকা ও চেক আত্মসাৎ

উল্লাপাড়ায় ট্রেন বিরতির দাবিতে শিক্ষার্থীদের সাটডাউন কর্মসুচি পালন



খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।