লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা।
![]() |
| ইসলামপুরে যমুনা দূর্গম চর থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবক আটক |
পরে ওই যুবকের নামে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। বুধবার (২১ জানুয়ারি) ওই যুবকে জামালপুর আদালত পাঠানো হয়।
গ্রেপ্তার যুবকের নাম আনোয়ার (৩০) গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার খোলাবাড়ী এলাকার মৃত নায়েব আলীর পুত্র। মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলার যমুনার চরের কুলকান্দি ইউনিয়নের জিগাতলা আনন্দ বাজার নামে এলাকায় থেকে আটক করে এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে বেলগাছা-কুলকান্দি ইউনিয়নের সীমান্তবর্তী যমুনা নদীর পশ্চিম তীরে আনন্দ বাজার এলাকায় একটি দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে ওই যুবকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে ইঞ্জিনচালিত নৌকাযোগে তাকে যমুনার পূর্ব তীরে কুলকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে চেয়ারম্যান আনিছুর রহমানের নিকট হস্তান্তর করা হয়।
খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল রাতে আনোয়ারকে সেখান থেকে ইসলামপুর থানায় সোপর্দ করে। পরে সুমন খন্দকার নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। বুধবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। কুলকান্দি ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, ‘বাজারে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে দেখে আটক করে স্থানীয়রা কুলকান্দি ইউনিয়ন পরিষদে হস্তান্তর করলে সেনাবাহিনীর একটি দল তাকে থানায় নিয়ে যায়।
ইসলামপুর থানার ওসি মো. আব্দুল কাইয়ুম গাজী বলেন, তাকে আদালতে পাঠানো হয়। তাকে প্রথম যারা আটক করেছিল তাদের একজন সুমন খন্দকার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
ইসলামপুর- নিয়ে আরও পড়ুন

ইসলামপুরে লুট হচ্ছে ফসলি জমির টপ সয়েল’ ঝুঁকিতে কৃষি

ইসলামপুরে বালু ও মাটি উত্তোলনের মহোৎসব: হুমকিকে হাটবাজারসহ বিভিন্ন স্থাপনা

সরিষা উৎপাদনে অপার সম্ভাবনা : মধু আহরণে স্বাবলম্বী মৌয়ালরা

ইসলামপুরে পারিবারিক কলহে বসতবাড়িতে আগুন ও হুমকির অভিযোগ

জামালপুর-২ ইসলামপুর আসনে ৯ প্রার্থীর মধ্য ৬ জনের মনোনয়নপত্র বাতিল


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।