কে বেশি অপেশাদার ?

S M Ashraful Azom
বাজরাঙ্গি ভাইজান্এর টিজার এবং ট্রেইলার প্রকাশের পর থেকেই দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বর্তমানে বলিউডের আলোচিত সালমান খানের ছবি।

এ সিনেমার পরিচালক কবির খান, সিনেমায় সালমানের পাশাপাশি অভিনয় করছেন কারিনা কাপুর খান। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।

সম্প্রতি সিনেমা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সালমান। এ পর্যায়ে সিনেমার সেটে কে সবচেয়ে বেশি অপেশাদার ছিল এ সম্পর্কেও মন্তব্য করেন সল্লু ভাই।  

তিনি বলেন, ‘সিনেমার গল্পটি অনেক ভালো লেগেছে। পরিচালক এবং নায়িকা দুজনই ছিল অসাধারণ। অন্যদিকে নওয়াজউদ্দিন সিদ্দিকি ঠিক ঠাক ছিল। সেটের সবাই পেশাদার ছিল। কিন্তু একজন ছিল একটু অপেশাদার। তিনি সব সময়ই সেটে দেড়িতে আসতেন। তিনি সিনেমার প্রযোজক সালমান খান!’  

বাজরাঙ্গি ভাইজান সিনেমাটি প্রযোজনা করেছেন সালমান খান ও রকলিন ভেঙ্কটেশ। ঈদে মুক্তি পাবে এ চলচ্চিত্রটি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top