“আর ১টি বার” নিয়ে আসছেন শিল্পী বেলাল খান

S M Ashraful Azom
“আর ১টি বার” শিরোনামে দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার বেলাল খান। শিল্পীর প্রথম একক অ্যালবাম ছিল ‘আলাপন’। আগামী ৩ জুলাই লেজার ভিশনের ব্যানারে এটি বাজারে আসবে বলে জানা গেছে।


অ্যালবাম প্রসঙ্গে ’খ্যাত গায়ক বেলাল খান ঢাকাটাইমসকে বলেন, ‘ভবিষ্যতে একক অ্যালবাম প্রকাশ করব কি-না জানি না। কারণ এখন সিঙ্গেল প্রকাশের যুগ চলে এসেছে। এই বিচারে এটি হতে পারে আমার শেষ একক। প্রথম অ্যালবামে গানের বাণিজ্যিক দিকটাকে বেশি প্রাধান্য দিয়েছিলাম। নতুন গানগুলো নিরীক্ষাধর্মী। দুই বছর ধরে কাজ করেছি। আশা করছি শ্রোতারা আমার চ্যালেঞ্জটা ভালোভাবে গ্রহণ করবেন।’


অ্যালবামটিতে মোট গান থাকছে আটটি। এর দুটিতে বেলালের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সাবা ও উপমা।  


গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল, জাহিদ আকবর, সোমেশ্বর অলি, রবিউল ইসলাম জীবন, মাহমুদ জুয়েল, ইকবাল খন্দকার, জীবন মাহমুদ ও আব্দুল কাদের মুন্না।


সবগুলো গানের সুর করেছেন বেলাল খান। সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু, জেকে, ইমন চৌধুরী (চিরকুট) ও প্রীতম হাসান।


বেলাল জানান, অ্যালবামের একাধিক গানের ভিডিও তৈরি করা হয়েছে। এর মধ্যে ‘বাজি’, ‘দোযখ’, ‘একটা বিকেল’ অন্যতম। এগুলো ধারাবাহিকভাবে বিভিন্ন চ্যানেলে দেওয়া হবে। পাশাপাশি ইউটিউবেও প্রকাশ করা হবে।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top