আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থ্যতা কামনা করে বিভিন্ন মসজিদে মসজিদে ও মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
![]() |
| বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামালপুরে মসজিদ-মাদ্রাসায় বিশেষ দোয়া |
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে জুম্মা নামাজ শেষে শহরের বোষপাড়া এলাকায় জামালাবাদ জামে মসজিদ ও আবুল হোসেন মিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসায় জেলা যুবদল দোয়া মাহফিলের আয়োজন করে।
জেলা যুবদলের আহবায়ক সফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, যুবদল নেতা হাসান সরোয়ার মঞ্জুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া বিগত স্বৈরাচার সরকারের মিথ্যা মামলায় কারাগারে বন্দি ছিলেন। তিনি জেল, জুমুল, নির্যাতন সহ্য করেও গণতন্ত্র ও দেশের মানুষের স্বার্থে আপোষ করেননি। স্বৈরাচার পতনের পর যখন নতুন করে দেশে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হবে সেসময় তিনি গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাই তিনি যেন দ্রুত সুস্থ্য হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন। পরে বেগম খালেদা জিয়ার জন্য কোরআন খতম ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন আবুল হোসেন মিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মুফতি আলমগীর হোসেন।
এছাড়াও শহরের মডেল মসজিদ, বড় মসজিদ, পুরাতন পৌরসভা গেইট জামে মসজিদ, মোজাদ্দেদীয়া জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে মসজিদে ও মাদ্রাসায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত কারা হয়। মোনাজাতে দলীয় নেতাকর্মী ছাড়াও মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মুসুল্লিরা অংশ নেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জামালপুর- নিয়ে আরও পড়ুন

রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

জামালপুরে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন, ভোগান্তিতে যাত্রীরা

ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস আজ

খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় জামালপুরে বিএনপির দোয়া মাহফিল

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ইসলামপুরে কর্ম বিরতি ও মানববন্ধন


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।