বিশ্বব্যাপী জিম্মি হওয়া মার্কিন নাগরিকদের উদ্ধারের সরকারি নীতিতে পরিবর্তনের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। নতুন এ পদক্ষেপে জিম্মিকারীদেরকে মুক্তিপণ দিতে পারবে জিম্মিদের পরিবার। খবর- বিবিসির।
তবে প্রেসিডেন্ট ওবামা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র অন্যায়ভাবে আটক তার দেশের নাগরিকদের উদ্ধারের চেষ্টা চালানোর নীতি থেকে সরে আসবে না।
জিম্মিদের ছাড়িয়ে আনতে তাদের পরিবার মুক্তিপণ দিতে চাইলে তাদেরকে বিচারের আওতায় আনার ভয় না দেখানোর জন্য যুক্তরাষ্ট্র সরকারকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
জঙ্গি দলগুলোকে কোনোরকম ছাড় না দেয়ার দীর্ঘদিনের মার্কিন নীতির কারণে সমালোচিত হয়েছেন ওবামা। কিন্তু এখন যুক্তরাষ্ট্র এ নীতি থেকে সরে আসার ফলে জঙ্গিরা মার্কিন নাগরিকদের আরো বেশি করে জিম্মি করবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের নীতির পর্যালোচনা শেষে জিম্মি উদ্ধার নীতিতে এ পরিবর্তন আনা হয়। গত বছর কয়েকজন মার্কিন জিম্মির মৃত্যুর পর এ পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছিল।