২৫ জুন ভারতের গণতন্ত্রের অন্ধকারতম দিন: মোদী

S M Ashraful Azom
ভারতে জরুরি অবস্থা জারির দিনটিকে গণতন্ত্রের জন্য অন্যতম কালো দিন বলে আখ্যায়িত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জরুরি অবস্থা জারির ৪০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার টুইটারে এ মন্তব্য করেন মোদী।
 
১৯৭৫ সালের ২৫ জুন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন। সেসময় বেশকিছু নেতাকে জেলে পাঠানো হয় এবং গণমাধ্যমের ওপরও নানা বিধিনিষেধ আরোপ করে কংগ্রেস সরকার। পরবর্তীতে দেশব্যাপী আন্দোলনের মুখে দু’বছর পর জরুরি অবস্থা তুলে নেয়া হয়।
 
টুইটারে মোদী জানান, ২৫ জুন ভারতীয় গণতন্ত্রের জন্য অন্ধকারতম দিন। ৪০ বছর আগে তত্কালীন  নেতারা গণতন্ত্রকে পদদলিত করেছিলেন। যার ক্ষত আমরা আজও বয়ে বেড়াচ্ছি।
 
জরুরি অবস্থার বিরুদ্ধে রাজপথে নামা মানুষদের অভিনন্দন জানিয়ে মোদী বলেন, সে দিন গণতন্ত্রের পক্ষে যারা পথে নেমেছিলেন তারা আমাদের আদর্শ। জয়প্রকাশ নারায়ণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জয়প্রকাশের ডাকে তিনিও সেদিন পথে নেমেছিলেন এবং অনেক অভিজ্ঞতাও অর্জন করেছেন।
 
সম্প্রতি ভারতে নতুন করে জরুরি অবস্থা জারি হতে পারে বলে মন্তব্য করেন বিজেপির বর্ষীয়ান নেতা আদভানী। আদভানীর এই মন্তব্য ধরে সরকারের সমালোচনা করে বিরোধীরা। এতে চরম অস্বস্তিতে পড়ে মোদী সরকার। সূত্র: এনডিটিভি
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top