জ্যামাইকান
এ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্ট থেকে নিজেকে প্রত্যাহার
করে নিয়েছেন দুইবারের বিশ্ব রেকর্ডধারী স্প্রিন্টার উসাইন বোল্ট।
১০০
ও ২০০ মিটার স্পিন্টে স্প্রিন্টে বিশ্ব ও অলিম্পিক চ্যাম্পিয়ন বোল্ট শেষ
মুহূর্তে গত সপ্তায় জ্যামাইকান মিটে নিজের নামটি এন্ট্রি করেছিলেন। অথচ
প্রতিযোগিতার শুরুর দিন কোন কারণ না দেখিয়েই নিজেকে প্রত্যাহার করে নেন
বোল্ট।
বাসসের
খবরে বলা হয়েছে, আগামী ৬ জুলাই প্যারিসে অনুষ্টিতব্য ডায়মন্ড লীগে
অংশগ্রহণ করবেন বোল্ট। তবে তার বর্তমান ফর্ম নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে।
বিশেষ করে দুই সপ্তাহ আগে নিউইয়র্কে ২০০ মিটার ইভেন্টে অংশ নিয়ে তিনি ১ম
হলেও সময় নিয়েছেন ২০.২৯ সেকেন্ড। এসময়ই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে কিংসটন
মিটে অংশ নিয়ে তিনি সেরা ফর্মটি খুঁজে বের করবেন।
এদিকে
আগামী আগস্টে চীনের বেইজিংয়ে অনুষ্ঠেয় বিশ্ব মিটে জ্যামাইকা দলের হয়ে অংশ
নিতে ট্রায়ালে অংশ নিতে হবে না বোল্টকে। কারণ ২০১৩ সালে মস্কোতে ১০০ ও ২০০
মিটার ইভেন্টে বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জয় তাকে আসন্ন প্রতিযোগিতায়
সরাসরি অংশগ্রহণের অনুমোদন দিয়ে দিয়েছে। এর আগে ২০১২ সালের লন্ডন এবং ২০০৮
সালের বেইজিং অলিম্পিকেও ওই দুটি ইভেন্টের স্বর্ণপদক জিতেছিলেন বোল্ট।