আগামী ৩০ জুন বাজারে আসার কথা অ্যাপেল মিউজিক-এর। যেখানে গ্রাহককে নির্দিষ্ট মাসুলের বিনিময়ে নেট থেকে সরাসরি গান শোনার পরিষেবা দেবে অ্যাপেল। কিন্তু তার আগে প্রতিদ্বন্দ্বীকে কড়া টক্কর দিতে একই পরিষেবা নিখরচায় চালু করে দিল গুগল।
গুগল প্লে মিউজিক এমনিতে প্রতি মাসে ৯.৯৯ ডলারের পরিবর্তে দু’বছর গ্রাহককে অনলাইনে গান শোনানোর এই পরিষেবা দেওয়া হত। কিন্তু এবার সেই পরিষেবা বিনামূল্যে দিচ্ছে সংস্থাটি। তবে গুগ্ল জানিয়েছে, বিনামূল্যের এই সংস্করণে বিজ্ঞাপন থাকবে। মিলবে না কিছু গানও, যা সাধারণত মাসুল দিয়ে পরিষেবা কিনলে পাওয়া যেত।