ঢাকায় কোয়েল মল্লিক

S M Ashraful Azom

KOYEL-LLL20150616165830বিনোদন ডেস্ক: বাংলাদেশের শোবিজে ক্রমেই বাড়ছে ভারতীয় শিল্পীদের আনাগোনা। বলিউড থেকে শুরু করে কলকাতার শিল্পীরা নানা কারণে হর হামেশাই ঘুরে যাচ্ছেন ঢাকা। বিশেষ করে ঢাকাই ছবির ইন্ড্রাষ্ট্রিতে এখন নিয়মিতই কাজ করতে আসছেন ওপার বাংলার নায়ক নায়িকারা।

পাশাপাশি জানা গেছে, ছবিটিতে শাকিব খানের বাবার চরিত্রের জন্য কোয়েলের বাবা কলকাতার প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিককে ভাবা হচ্ছে। আর ছবির ৬টি গানের ৪টি করানো হবে ওপারের জনপ্রিয় সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলীকে দিয়ে। সেগুলোতে বাংলাদেশের তারকা কণ্ঠশিল্পীদের পাশাপাশি গাইবেন ভারতের অনুপম, শ্রেয়া ঘোষাল।
সেই ধারাবাহিকতায় প্রসেনজিৎ, ঋতুপর্ণা, পরমব্রত, ইন্দ্রনীলদের হাত ধরে এবার ঢাকাই ছবিতে কাজ করতে যাচ্ছেন কলকাতার তুমুল জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। নাম প্রকাশ না করার শর্তে নতুন একটি আলোচিত চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান বিষয়টি জানিয়েছেন। তারা বলেন, ছবির চিত্রনাট্য তৈরি হয়ে গেছে। সেটি পড়ে দেখার জন্য কোয়েলের কাছে পাঠিয়েও দেয়া হয়েছে। এবার গল্প ও নিজের চরিত্র পছন্দ হলেই নিজের কাজ করার মতামত জানাবেন তিনি। রাজি হলে রোজার মধ্যেই ঢাকায় পা রাখবেন এই নায়িকা।
প্রতিষ্ঠানটির সিইও জানান, দর্শকদের চমক দিতে ছবিটিতে কোয়েলের বিপরীতে শাকিব ও রিয়াজকে ভাবা হচ্ছে। একটি ত্রিভূজ প্রেম নির্ভর রোমান্টিক-অ্যাকশান ছবি হবে এটি। তবে এ বিষয়ে দুই নায়কের সাথে কোনো আলাপ হয়নি। ওপার থেকে কোয়েলের মতামত জেনে তবেই তাদের সাথে যোগাযোগ করা হবে।
সম্প্রতি একটি ছবি মুক্তি দেয়া এই প্রযোজনা প্রতিষ্ঠানটির দাবি, কোয়েল মল্লিক রাজি হলে এই ছবিটি হবে চলতি বছরের ঢাকাই চলচ্চিত্রের সেরা ব্যয়বহুল ও আলোচিত ছবি।
প্রসঙ্গত, এরইমধ্যে প্রসেনজিৎ, ঋতুপর্ণা, পরমব্রত, ইন্দ্রনীল, পাওলি দাম অঙ্কুশ ও শুভশ্রী এ দেশী নায়কা নায়িকাদের সাথে কাজ করেছেন। শুভশ্রীতো একটি বিজ্ঞাপনেও মডেল হলেন চিত্র নায়ক ইমনের সাথে।
দেব ঢাকা ঘুরে গেলেন নিজের ছবির শুটিংয়ের জন্য। সোহম আসলেন নতুন ছবিতে চুক্তিবদ্ধ হতে। অবশ্য তার আগেই তিনি যৌথ প্রযোজনার একটি ছবিতে ব্যাংককে শুটিং করেছেন বাংলাদেশের নায়িকা মিষ্টি জান্নাতের সাথে। এবার যোগ হতে যাচ্ছে টালিগঞ্জে এ প্রজন্মের সবচাইতে জনপ্রিয় নায়িকা কোয়েলের নাম।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top