
বিনোদন
ডেস্ক: বেশ কয়েক বছর আগে প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের রচনা ও
আবুল হায়াতের পরিচালনায় বিটিভিতে প্রচার হয়েছিলো জনপ্রিয় ধারবাহিক ‘জোছনার
ফুল’। শিক্ষা ও সচেতনতামূলক নাটকটিতে চিত্রনায়ক রিয়াজ স্কুল মাস্টারের
চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন।
এই নাটকে কাজ করা প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘আমার নিজের ব্যক্তিগত ভালো লাগা
কাজ করেছে এই নাটকে অভিনয় করতে গিয়ে। জন সচেতনতামূলক যে কোনো কাজেই আমার
আগ্রহ অনেক। এর আগে জোছনার ফুল নাটকে স্কুল মাস্টারের চরিত্রে কাজ করে
প্রশংসা পেয়েছিলাম। আশা করছি এবার ডাক্তার চরিত্রেও দর্শকদের ভালোবাসা
পাবো।’
দীর্ঘদিন পর ০আবারো তিনি সচেতনতামূলক একটি থারাবাহিকে কাজ করলেন। এটিএন
বাংলার জন্য নির্মিত বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত এই ধারাবাহিক নাটকের
নাম ‘উজান গাঙের নাইয়া-২’। মা ও শিশুস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির
লক্ষ্যে তৈরি হয়েছে ধারাবাহিকটি। এখানে রিয়াজকে দেখা যাবে একজন ডাক্তারের
চরিত্রে। যিনি ডাক্তার নাঈম হিসেবেই পরিচিত হবেন দর্শকদের সাথে।
আগামী আগামী সপ্তাহ থেকে প্রতি মঙ্গলবার রাত আটটা ৪০ মিনিটে প্রচারিত
হবে নাটকটি। রফিকুল ইসলাম পল্টু ও শুভাশিস সিনহার চিত্রনাট্য এবং বাশার
জর্জিসের পরিচালনায় উজান গাঙের নাইয়ার দ্বিতীয় মৌসুমে রিয়াজের পাশাপাশি
আরো অভিনয় করেছেন স্পর্শিয়া, জ্যোতিকা জ্যোতি, ফারহানা মিলি, চম্পা, তারিক
আনাম খান, লুৎফর রহমান জর্জ, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া, আফরোজা বানু,
রিকিতা নন্দিনী শিমু, পুতুল, ফজলুল হকসহ অনেকে।
এদিকে নাটকটির সম্প্রচার শুরু হওয়া উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র
উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৮ নম্বর ফ্লোরে এর প্রিমিয়ার শো ও সংবাদ
সম্মেলনের আয়োজন করা হয়।