১ জুলাই থেকে পে-স্কেল কার্যকর হবে : অর্থমন্ত্রী

S M Ashraful Azom
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পে-স্কেল কার্যকর করা হবে। 
 
শরিবার সংসদে সরকারি দলের সদস্য বেগম মাহজাবিন খালেদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
 
অর্থমন্ত্রী বলেন, জাতীয় বেতন ও চাকরি কমিশন, ২০১৩ এর প্রতিবেদন এবং সচিব কমিটির প্রতিবেদনে সুপারিশের আলোকে মন্ত্রিপরিষদের সিদ্ধান্তক্রমে পে-স্কেল বাস্তবায়ন হবে।
 
সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, সরকারি চাকুরীজীবীদের স্বেচ্ছায় অবসরের বয়স ২৫ থেকে ২০ বছর করার বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপনের পর গৃহীত সিদ্ধান্তের আলোকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
 
তার অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ প্রদান করা হয়।
 
তিনি বলেন, চলতি অর্থবছরে এ পর্যন্ত প্রদানকৃত ঋণের পরিমাণ ৩৩১ কোটি ৬৩ লাখ টাকা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top