রমজান উপলক্ষে ইয়েমেনে যুদ্ধ বিরতির আহ্বান

S M Ashraful Azom
ডেস্ক :   পবিত্র রোজার মাস উপলক্ষে ইয়েমেনে যুদ্ধবিরতির প্রস্তাব করেছেন জাতিসঙ্ঘ মহাসচিব বান কি মুন।
তিন মাস ধরে চলা সৌদি-ইয়েমন যুদ্ধে সংকট নিরসনে জেনেভায় অনুষ্ঠিত শান্তি আলোচনায় সোমবার এ প্রস্তাব করেন জাতিসঙ্ঘ মহাসচিব। তিনি বলেন, রোজার মাস চলে এসেছে। মুসলিমদের কাছে পবিত্র এ মাস উপলক্ষে মানবিক দিক বিবেচনায় ইয়েমেনে যুদ্ধবিরতি আবশ্যক। তিনি সব মহলের প্রতি তাৎক্ষণিকভাবে এ যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানান।
মান কি মুন বলেন, দুই দিন পরই রোজা শুরু হচ্ছে। মানবিক দিক বিবেচনায় এখনই যুদ্ধ বন্ধ করা উচিত। তিনি রমজান উপলক্ষে দুই সপ্তার যুদ্ধ বিরতির আহ্বান জানান দুই দেশকে।
উল্লেখ্য, ইয়েমেনে চলমান যুদ্ধে আড়াই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। ঘরবাড়ি হাড়িয়েছে প্রায় দশ লক্ষাধিক পরিবার।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top