মাশরাফির হাতে এখনও ব্যান্ডেজ!

S M Ashraful Azom
স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে আর বাকি মাত্র ২দিন। অথচ এখনও বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দুই হাতেই ব্যান্ডেজ! ৪ জুন মিরপুরের বাসা থেকে স্টেডিয়ামে আসার পথে বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে আহত হন মাশরাফি। এখনও দেখা যাচ্ছে ব্যান্ডেজে দু’হাতের ক্ষতস্থান মুড়িয়ে রেখেছেন তিনি।
তবে মঙ্গলবার প্রথম দেখা গেল ব্যান্ডেজ খুলে তাকে অনুশীলন করতে। পুরোটা সময় খোলা হাত নিয়েই অনুশীলন করে গেছেন তিনি। বল করলেন প্রায় পাঁচ ওভার। আগেরদিন ব্যাটিং না করলেও এদিন বেশ খানিকটা সময় ধরে করলেন ব্যাটিং অনুশীলনও। এতে এটা অন্ততঃ পরিষ্কার হয়েছে যে, প্রথম ওয়ানডেতে মাশরাফির নেতৃত্বেই মাঠে নামছে বাংলাদেশ দল।
মঙ্গলবার সকালেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মাঠে উপস্থিত হন স্বাগতিক দলের ওয়ানডে অধিনায়ক। শরীর গরমের ওয়ার্মআপের পর এদিন প্রথমবারের মতো তাকে দেখা গেল ফিল্ডিং অনুশীলনে। প্রথম দিকে কিছুটা ধীর গতির বলগুলো ভালো ভাবে ধরে ফেরত পাঠালেন। পরে লুফে নিলেন বেশ কয়েকটি দুর পাল্লার ক্যাচও।
এরপর মাশরাফির প্রধান কাজ ছিল বোলিং। আগের দিন পুরো ৬ ওভার বোলিং করেছিলেন। কিন্তু মঙ্গলবার বল করলেন পাঁচ ওভার। দেখে মনে হলো তাতে খুব একটা সমস্যা নেই। তবে এখনও হাতে কিছুটা ব্যথা আছে তার। আগেরদিন ব্যাটিং প্র্যাকটিস না করলেও মঙ্গলবার ব্যাট হাতে কাটালেন অনেকটা সময়। যদিও ভালোভাবে ব্যাট গ্রিপ করতে একটু অসুবিধা হচ্ছে তার।

মাশরাফি আশা করছেন প্রথম ওয়ানডের আগেরদিন বুধবার ভালোভাবে ব্যাটিং অনুশীলনটাও করতে পারবেন তিনি। হাতের অবস্থা জানাতে গিয়ে মাশরাফি বলেন, ‘হাতের ক্ষতটা পুরোপুরি সেরে ওঠেনি এখনও। এ কারণেই ব্যান্ডেজ রাখতেই হচ্ছে। এর মধ্যেও আমি বোলিং প্রাকটিস করেছি। অবশ্য ব্যাট ধরতে কিছুটা সমস্যা হচ্ছে। আশা করছি, এরই মধ্যে সেরা উঠব।’
মাশরাফি আরও বলেন, ‘সাদা ব্যান্ডেজ বেঁধে তো আর বোলিং করতে দেবে না। কিছু একটা ব্যবস্থা করবই। ব্যাটিংয়ের সময়ও প্রয়োজন হলে আরেকটু নিচে নেমে ব্যাট করব। তবে ওয়ানডে সিরিজের আগে আরও দুটি দিন পাচ্ছি। আশা করি, প্রথম ওয়ানডেতে কোনো সমস্যা ছাড়াই মাঠে নামতে পারব।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top