ঢাকা: কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, “ইঁদুরের মাধ্যমে ২০১৪-১৫ অর্থবছরে মোট ৭২৩ কোটি ৭২ লাখ সাত হাজার ৩৫৫ টাকার ধান, চাল ও গম ফসলের ক্ষতি হয়েছে।”
রোববার সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
রোববার সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, “২০১৪-১৫ অর্থবছরে ইঁদুর কর্তৃক ধান ফসলের ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ ৩৭ হাজার ৭৪৪ মেঃ টন। যার বর্তমান বাজার মূল্য ৪৩৯ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৩৫৫ টাকা।”
মতিয়া চৌধুরী বলেন, “চালের ক্ষতির পরিমাণ প্রায় ৬২ হাজার ৭৬৪ মেঃ টন। যার বর্তমান বাজার মূল্য ২শ’ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার টাকা এবং গম ফসলের ক্ষতির পরিমাণ প্রায় ২৯ হাজার ৬৬০ মেঃ টন। যার বর্তমান বাজার মূল্য ৮৩ কোটি চার লাখ ৮০ হাজার টাকা।”