নেইমারের জন্য মন খারাপ মেসির

S M Ashraful Azom
স্যান্টিয়াগো: দেশের জার্সি গায়ে পরস্পরের বিপক্ষে নামলেও বার্সেলোনা মিলিয়ে দিয়েছে লিওনেল মেসি ও নেইমারকে৷ নিজের বার্সা সতীর্থের জন্য দুঃখিত এলএম টেন৷ কলম্বিয়া ম্যাচে লাল কার্ড দেখে কোপা আমেরিকা থেকে ছিটকে গিয়েছেন ব্রাজিলীয় পোস্টার বয়৷ মাঠের মধ্যে রেফারি ও কলম্বিয়ার ফুটবলারদের সঙ্গে অখেলোয়াড়োচিত আচরণের জন্য নেইমারকে চার ম্যাচ নির্বাসিত করা হয়েছে৷ কোপাতে শেষ আটের টিকিট এখনও পাকা করতে পারেনি ব্রাজিল৷ তার মধ্যেই নেইমারের এমন পরিণতিতে মন খারাপ মেসিরও৷আর্জেন্টাইন সুপারস্টার বলছেন, ‘কোপাতে আর খেলতে পারবে না ভেবে খারপ লাগছে৷ ও আমার বন্ধু৷ তাই ওর বিষয়ে আমি ভাবি৷ ও নির্বাসিত হওয়ায় ভালো লাগছে না৷ কারণ ব্রাজিলে ওর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷’ ইতিমধ্যেই নেইমারের শাস্তির বিরুদ্ধে আবেদন করেছে ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশন৷- ওয়েবসাইট।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top