রাজনীতিকদের সঙ্গে ইফতার করলেন খালেদা

S M Ashraful Azom
রাজনীতিকদের সঙ্গে ইফতার করলেন ২০ দলীয় জোটের শীর্ষনেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনীতিকদের সম্মানে এ ইফতার মাহফিলেন আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে ২০ দলীয় জোটের শরিক দলের বাইরে আরো কয়েকটি দলের নেতারা অংশ নেন। তাদের মধ্যে রয়েছে বিকল্পধারার প্রেসিডেন্ট বি চৌধুরী, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব প্রমুখ।

জামায়াতের নেতাদের মধ্যে ইপস্থি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, ঢাকা মহানগর জামায়াতের সহাকারী সেক্রেটারী মোবারক হোসেন ও মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী।

বিএনপির নেতাদের মধ্যে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, আ স ম হান্নাহ শাহ, মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান ও ড. আবদুল মঈন খান; ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর নাসির, আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন; বিএনপি নেত্রী বেগম সরওয়ারী রহমান প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই ইফতারে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ক্ষমতাসীন দলের কাউকে  তাতে দেখা যায়নি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top