বৈঠক শেষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি
আলহাজ প্রিন্সিপাল মতিউর রহমান জানান, আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা না
যাওয়ায় শুক্রবার থেকে পবিত্র রমজান শুরু হবে। আর সেহেরি খেতে হবে
বৃহস্পতিবার দিবাগত রাত থেকে। ১৪ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে শবে কদরের দিন
ধার্য করা হয়।
এর আগে মাগরিবের নামাজ শেষে সভাকক্ষে আলোচনায় বসেন চাঁদ দেখা কমিটির
সদস্যরা। পরবর্তীতে সারা দেশে কোথায় চাঁদ দেখা না যাওয়ায় বিষয়টি নিশ্চিত
হওয়ার পর শুক্রবার থেকে পবিত্র রমজান শুরু হওয়ার কথা জানানো হয়।
চাঁদ দেখা কমিটির এ বৈঠকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ প্রিন্সিপাল মতিউর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য সচিব সামীম মোহাম্মদ আফজাল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
চাঁদ দেখা কমিটির এ বৈঠকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ প্রিন্সিপাল মতিউর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য সচিব সামীম মোহাম্মদ আফজাল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।