চাঁদ দেখা যায়নি, শুক্রবার রোজা শুরু

S M Ashraful Azom


moon20150617195349ডেস্ক : বাংলাদেশের আকাশে কোথাও আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার থেকে পবিত্র রমজান শুরু হবে। বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে চাঁদ দেখা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ প্রিন্সিপাল মতিউর রহমান জানান, আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার থেকে পবিত্র রমজান শুরু হবে। আর সেহেরি খেতে হবে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে। ১৪ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে শবে কদরের দিন ধার্য করা হয়। এর আগে মাগরিবের নামাজ শেষে সভাকক্ষে আলোচনায় বসেন চাঁদ দেখা কমিটির সদস্যরা। পরবর্তীতে সারা দেশে কোথায় চাঁদ দেখা না যাওয়ায় বিষয়টি নিশ্চিত হওয়ার পর শুক্রবার থেকে পবিত্র রমজান শুরু হওয়ার কথা জানানো হয়।
চাঁদ দেখা কমিটির এ বৈঠকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ প্রিন্সিপাল মতিউর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য সচিব সামীম মোহাম্মদ আফজাল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top