বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, মুনাফাখোর ও মজুদদাররা ছলচাতুরি করে দ্রব্যমূল্য বৃদ্ধি করে যাচ্ছে। সরকারকে এসব মুনাফাখোর ও মজুদদারদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
যারা মুনাফাখোর ও মজুদদার তাদের বিরুদ্ধে দেশের জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
সাম্যবাদী দল ঢাকা মহানগর কমিটির আয়োজনে মানববন্ধনে আরো বক্তব্য দেন দলের পলিটব্যুরোর সদস্য লুৎফর রহমান, নগর কমিটির সভাপতি বাবুল বিশ্বাসসহ আরো অনেকে।